menu-iconlogo
huatong
huatong
avatar

ফাগুন হাওয়ায় হাওয়ায়

Lopamudra Mitrahuatong
shorty2dmdhuatong
Paroles
Enregistrements
ফাগুন হাওয়ায় হাওয়ায়

করেছি যে দান

তোমার হাওয়ায় হাওয়ায়

করেছি যে দান

আমার আপন হারা প্রাণ

আমার বাঁধন ছেড়া প্রাণ

তোমার হাওয়ায় হাওয়ায়

করেছি যে দান

ফাগুন হাওয়ায় হাওয়ায়

করেছি যে দান

আমার আপন হারা প্রাণ

আমার বাঁধন ছেড়া প্রাণ

তোমার হাওয়ায় হাওয়ায়

করেছি যে দান

ফাগুন হাওয়ায় হাওয়ায়

করেছি যে দান

কপি করে পরিবেশ নষ্ট করবেন না।

তোমার অসুখে কিং সুখে

তোমার অসুখে কিং সুখে

অলক্ষ্য রঙ লাগলো আমার

অকারনের সুখে

তোমার অসুখে কিং সুখে

অলক্ষ্য রঙ লাগলো আমার

অকারনের সুখে

তোমার ঝাউয়ের দোলে ....

মর্মরিয়া ওঠে আমার দু:খ রাতের গান

তোমার হাওয়ায় হাওয়ায়

করেছি যে দান

ফাগুন হাওয়ায় হাওয়ায়

করেছি যে দান

পূর্নিমা সন্ধ্যায় তোমার রজনী গন্ধায়

রুপ সাগরের পারের পানে উদাসী মন দায়

পূর্নিমা সন্ধ্যায় তোমার রজনী গন্ধায়

রুপ সাগরের পারের পানে উদাসী মন দায়

তোমার প্রজাপতির পাখা

তোমার প্রজাপতির পাখা

আমার আকাশ চাওয়া মুগ্ধ চোখের

রঙিন শপন মাখা

তোমার প্রজাপতির পাখা

আমার আকাশ চাওয়া মুগ্ধ চোখের

রঙিন শপন মাখা

তোমার চাঁদের আলোয়....

মিলায় আমার দু:খ সুখের সকল অবসান

তোমার হাওয়ায় হাওয়ায়

করেছি যে দান

ফাগুন হাওয়ায় হাওয়ায়

করেছি যে দান

আমার আপন হারা প্রাণ

আমার বাঁধন ছেড়া প্রাণ

তোমার হাওয়ায় হাওয়ায়

করেছি যে দান

ফাগুন হাওয়ায় হাওয়ায়

করেছি যে দান

Davantage de Lopamudra Mitra

Voir toutlogo

Vous Pourriez Aimer

ফাগুন হাওয়ায় হাওয়ায় par Lopamudra Mitra - Paroles et Couvertures