menu-iconlogo
huatong
huatong
avatar

Ei Neel Monihar এই নীল মণিহার

Lucky Akhandhuatong
moorericmooorehuatong
Paroles
Enregistrements
এই নীল মণিহার

এই স্বর্নালী দিনে

তোমায় দিয়ে গেলাম

শুধু মনে রেখো

এই নীল মণিহার

এই স্বর্নালী দিনে

তোমায় দিয়ে গেলাম

শুধু মনে রেখো

দীপজ্বালা রাত

জানি আসবে আবার

কেটে যাবে জীবনের

সকল আঁধার

দীপজ্বালা রাত

জানি আসবে আবার

কেটে যাবে জীবনের

সকল আঁধার

স্মরণের জানালায় দাঁড়িয়ে থেকে

শুধু আমায় ডেকো

শুধু আমায় ডেকো

স্মরণের জানালায় দাঁড়িয়ে থেকে

শুধু আমায় ডেকো

শুধু আমায় ডেকো

সন্ধানী মন

কত ছন্দে মগন

ফিরে পাবো বুঝি সেই

গানের লগন

সন্ধানী মন

কত ছন্দে মগন

ফিরে পাবো বুঝি সেই

গানের লগন

নীলিমায় দুটি চোখ ভাসিয়ে দিয়ে

পথ চেয়ে থেকো

পথ চেয়ে থেকো

নীলিমায় দুটি চোখ ভাসিয়ে দিয়ে

পথ চেয়ে থেকো

পথ চেয়ে থেকো

এই নীল মণিহার

এই স্বর্নালী দিনে

তোমায় দিয়ে গেলাম

শুধু মনে রেখো

o সমাপ্ত o o o o o o

Davantage de Lucky Akhand

Voir toutlogo

Vous Pourriez Aimer

Ei Neel Monihar এই নীল মণিহার par Lucky Akhand - Paroles et Couvertures