এই নীল মণিহার
এই স্বর্নালী দিনে
তোমায় দিয়ে গেলাম
শুধু মনে রেখো
এই নীল মণিহার
এই স্বর্নালী দিনে
তোমায় দিয়ে গেলাম
শুধু মনে রেখো
দীপজ্বালা রাত
জানি আসবে আবার
কেটে যাবে জীবনের
সকল আঁধার
দীপজ্বালা রাত
জানি আসবে আবার
কেটে যাবে জীবনের
সকল আঁধার
স্মরণের জানালায় দাঁড়িয়ে থেকে
শুধু আমায় ডেকো
শুধু আমায় ডেকো
স্মরণের জানালায় দাঁড়িয়ে থেকে
শুধু আমায় ডেকো
শুধু আমায় ডেকো
সন্ধানী মন
কত ছন্দে মগন
ফিরে পাবো বুঝি সেই
গানের লগন
সন্ধানী মন
কত ছন্দে মগন
ফিরে পাবো বুঝি সেই
গানের লগন
নীলিমায় দুটি চোখ ভাসিয়ে দিয়ে
পথ চেয়ে থেকো
পথ চেয়ে থেকো
নীলিমায় দুটি চোখ ভাসিয়ে দিয়ে
পথ চেয়ে থেকো
পথ চেয়ে থেকো
এই নীল মণিহার
এই স্বর্নালী দিনে
তোমায় দিয়ে গেলাম
শুধু মনে রেখো
o সমাপ্ত o o o o o o