যদি তুমি ফিরতে চাও, ফিরতে পারো
হৃদয়ের নদী এখনও ভরা, ভিড়তে পারো
যদি তুমি ফিরতে চাও, ফিরতে পারো
হৃদয়ের নদী এখনও ভরা, ভিড়তে পারো
তবু বলো না, বলো না শেষ বিদায়
এই মন তবু এখনও তোমাকে চায়
বলো না, বলো না শেষ বিদায়
এই মন তবু এখনও তোমাকে চায়
তোমাকে চায়, তোমাকে চায়
এ অভিমান ভেঙে গেলে
তুমি কত দুঃখ পেলে, জানবো না
পুরোনো স্মৃতি দূরে ঠেলে
কাকে নেবে আমায় ফেলে, মানবো না
তবু বলো না, বলো না শেষ বিদায়
এই মন তবু এখনও তোমাকে চায়
বলো না, বলো না শেষ বিদায়
এই মন তবু এখনও তোমাকে চায়
এ বিরহ শেষ তো হবেই
তুমি তা বুঝেছো কবেই, মানছো না
ভাঙা কাঁচে দাগ থাকলেও
মিলে যায় কলঙ্ক মাখলেও, জানছো না
যদি তুমি ফিরতে চাও, ফিরতে পারো
হৃদয়ের নদী এখনও ভরা, ভিড়তে পারো
তবু বলো না, বলো না শেষ বিদায়
এই মন তবু এখনও তোমাকে চায়
বলো না, বলো না শেষ বিদায়
এই মন তবু এখনও তোমাকে চায়
তোমাকে চায়, তোমাকে চায়