menu-iconlogo
logo

Ya Nobi Salam Alaika

logo
Paroles
তুমি যে নূরেরও রবি

নিখিলের ধ্যানেরও ছবি

তুমি না এলে দুনিয়ায়

আধারে ডুবিত সবি,

ইয়া নবী সালামুআলাইকা

ইয়া রাসুল সালামুআলাইকা

ইয় হাবিব সালামুআলাইকা

সালাওয়াতুল্লাহ আলাইকা

তুমি যে নূরেরও রবি

নিখিলের ধ্যানেরও ছবি

তুমি না এলে দুনিয়ায়

আধারে ডুবিত সবি,

ইয়া নবী সালামুআলাইকা

ইয়া রাসুল সালামুআলাইকা

ইয় হাবিব সালামুআলাইকা

সালাওয়াতুল্লাহ আলাইকা

তোমারই নূরের আলোকে

জাগরণ এলো ভুলোকে

গাহিয়া উঠিলো বুলবুল

হাসিলো কুসুম পুলকে,

ইয়া নবী সালামুআলাইকা

ইয়া রাসুল সালামুআলাইকা

ইয় হাবিব সালামুআলাইকা

সালাওয়াতুল্লাহ আলাইকা

তোমারই নূরের আলোকে

জাগরণ এলো ভুলোকে

গাহিয়া উঠিলো বুলবুল

হাসিলো কুসুম পুলকে,

ইয়া নবী সালামুআলাইকা

ইয়া রাসুল সালামুআলাইকা

ইয় হাবিব সালামুআলাইকা

সালাওয়াতুল্লাহ আলাইকা

নবী না হয়ে দুনিয়ায়

না হয়ে ফেরেস্তা খোদার

হয়েছি উম্মতও তোমার

তার তরে শুকুর হাজারবার,

ইয়া নবী সালামুআলাইকা

ইয়া রাসুল সালামুআলাইকা

ইয় হাবিব সালামুআলাইকা

সালাওয়াতুল্লাহ আলাইকা

নবী না হয়ে দুনিয়ায়

না হয়ে ফেরেস্তা খোদার

হয়েছি উম্মতও তোমার

তার তরে শুকুর হাজারবার,

ইয়া নবী সালামুআলাইকা

ইয়া রাসুল সালামুআলাইকা

ইয় হাবিব সালামুআলাইকা

সালাওয়াতুল্লাহ আলাইকা

Ya Nobi Salam Alaika par Lutfor Hasan - Paroles et Couvertures