menu-iconlogo
huatong
huatong
avatar

Aynate oi mukh

Mahtim Shakibhuatong
sidhanth1huatong
Paroles
Enregistrements
আয়নাতে ঐ মুখ

আয়নাতে ঐ মুখ দেখবে যখন

কপোলের কালো তিল পড়বে চোখে

ফুটবে যখন ফুল বকুল শাখে

ভ্রমর যে এসেছিলো জানবে লোকে

আয়নাতে ঐ মুখ দেখবে যখন

কপোলের কালো তিল পড়বে চোখে

ফুটবে যখন ফুল বকুল শাখে

ভ্রমর যে এসেছিলো জানবে লোকে

মনটি তোমার কেন দুরুদুরু কাঁপছে

মনের মানুষ কি গো চেনা চেনা লাগছে

তুমি কি তারে কাছে ডাকবে ?

হৃদয়ের কাছে সে রয় অলোকে

হঠাৎ যখন তুমি দেখবে তাকে

শরমে নয়ন কি গো রাখবে ঢেকে

আয়নাতে ঐ মুখ দেখবে যখন

কপোলের কালো তিল পড়বে চোখে

ফুটবে যখন ফুল বকুল শাখে

ভ্রমর যে এসেছিলো জানবে লোকে

জানিনা এখন তুমি কার কথা ভাবছো

আনমনে কার ছবি চুপিচুপি আঁকছো

তুমি কি তারে ভালোবাসবে ?

ধরা যদি দেয় সে একপলকে

দেখবে যখন তারে অবাক চোখে

দু’হাতে নয়ন কি গো রাখবে ঢেকে ?

আয়নাতে ঐ মুখ দেখবে যখন

কপোলের কালো তিল পড়বে চোখে

ফুটবে যখন ফুল বকুল শাখে

ভ্রমর যে এসেছিলো জানবে লোকে

আয়নাতে ঐ মুখ দেখবে যখন...

Davantage de Mahtim Shakib

Voir toutlogo

Vous Pourriez Aimer