menu-iconlogo
huatong
huatong
mahtim-shakib-taakey-olpo-kachhe-dakchhi-cover-image

Taakey Olpo Kachhe Dakchhi

Mahtim Shakibhuatong
prof.bryancarterhuatong
Paroles
Enregistrements
তাকে অল্প কাছে ডাকছি

আর আগলে আগলে রাখছি

তবু অল্পেই হারাচ্ছি আবার

তাকে ছোঁবো ছোঁবো ভাবছি

আর ছুঁয়েই পালাচ্ছি

ফের তাকেই ছুঁতে যাচ্ছি আবার

অভিমান পিছু নাও

তাকে পিছু ফেরাও

তার কানে না যায় পিছু ডাক

আমার মুখ বুজেই তাকে ডাকছি আবার

তাকে অল্প কাছে ডাকছি

আর আগলে আগলে রাখছি

তবু অল্পেই হারাচ্ছি আবার

ফাঁকা বুক, চেনা সুখ

জানি ঘুম সে ভাঙাবেই

ফাঁকা বুক, চেনা সুখ

জানি ঘুম সে ভাঙাবেই

ভেজা মন, বলি শোন

রাতভোর জাগতে নেই

মুখচোরা ডাক তাকে ঘুম পাড়াক এবার

তাকে ছুঁয়েই স্বপ্ন বুনছি আবার

তাকে আলতো গায়ে মাখছি

আর আঁকড়ে মুঠোয় ঢাকছি

তবু মুঠো আলগা রাখছি আবার

তাকে ছোঁবো ছোঁবো ভাবছি

আর ছুঁয়েই পালাচ্ছি

ফের তাকেই ছুঁতে যাচ্ছি আবার

Davantage de Mahtim Shakib

Voir toutlogo

Vous Pourriez Aimer