menu-iconlogo
huatong
huatong
main-purbo-digonte-cover-image

purbo digonte

Mainhuatong
OurKanchkolhuatong
Paroles
Enregistrements
পূর্ব দিগন্তে সূর্য উঠেছে

রক্ত লাল, রক্ত লাল, রক্ত লাল

জোয়ার এসেছে জন-সমুদ্রে

রক্ত লাল, রক্ত লাল, রক্ত লাল

পূর্ব দিগন্তে সূর্য উঠেছে

রক্ত লাল, রক্ত লাল, রক্ত লাল

জোয়ার এসেছে জন-সমুদ্রে

রক্ত লাল, রক্ত লাল, রক্ত লাল

বাঁধন ছেঁড়ার হয়েছে কাল

হয়েছে কাল, হয়েছে কাল, হয়েছে কাল

বাঁধন ছেঁড়ার হয়েছে কাল

হয়েছে কাল, হয়েছে কাল, হয়েছে কাল

জোয়ার এসেছে জন-সমুদ্রে

রক্ত লাল, রক্ত লাল, রক্ত লাল

শোষণের দিন শেষ হয়ে আসে

অত্যাচারীরা কাঁপে আজ ত্রাসে

শোষণের দিন শেষ হয়ে আসে

অত্যাচারীরা কাঁপে আজ ত্রাসে

রক্তে আগুন প্রতিরোধ গড়ে

রক্তে আগুন প্রতিরোধ গড়ে

রক্তে আগুন প্রতিরোধ গড়ে

রক্তে আগুন প্রতিরোধ গড়ে

নয়া বাংলার নয়া সকাল

নয়া সকাল, নয়া সকাল

পূর্ব দিগন্তে সূর্য উঠেছে

রক্ত লাল, রক্ত লাল, রক্ত লাল

জোয়ার এসেছে জন-সমুদ্রে

রক্ত লাল, রক্ত লাল, রক্ত লাল

আর দেরি নয় উড়াও নিশান

রক্তে বাজুক প্রলয় বিষাণ

আর দেরি নয় উড়াও নিশান

রক্তে বাজুক প্রলয় বিষাণ

বিদ্যুৎ গতি হউক অভিযান

বিদ্যুৎ গতি হউক অভিযান

বিদ্যুৎ গতি হউক অভিযান

বিদ্যুৎ গতি হউক অভিযান

ছিঁড়ে ফেলো সব শত্রু জাল

শত্রু জাল, শত্রু জাল

পূর্ব দিগন্তে সূর্য উঠেছে

রক্ত লাল, রক্ত লাল, রক্ত লাল

জোয়ার এসেছে জন-সমুদ্রে

রক্ত লাল, রক্ত লাল, রক্ত লাল

বাঁধন ছেঁড়ার হয়েছে কাল

হয়েছে কাল, হয়েছে কাল, হয়েছে কাল

বাঁধন ছেঁড়ার হয়েছে কাল

হয়েছে কাল, হয়েছে কাল, হয়েছে কাল

জোয়ার এসেছে জন-সমুদ্রে

রক্ত লাল, রক্ত লাল, রক্ত লাল

রক্ত লাল, রক্ত লাল, রক্ত লাল

Davantage de Main

Voir toutlogo

Vous Pourriez Aimer