menu-iconlogo
logo

Bujhini Bujhini

logo
avatar
MANNAlogo
≛⃝🕊❤️𝄞🅼🅾🆉🅸🅱🆄🆁☆⃝🅩🅜🅛logo
Chanter dans l’Appli
Paroles
১/বুঝিনি বুঝিনি আগে বুঝিনি আমি

১/বুঝিনি বুঝিনি আগে বুঝিনি আমি

পৃথিবীতে ভালোবাসা এতটা দামি

কাছে এসে আমায় তাই বোঝালে তুমি

কাছে এসে আমায় তাই বোঝালে তুমি

২/বুঝিনি বুঝিনি আগে বুঝিনি আমি

পৃথিবীতে ভালোবাসা এতটা দামি

কাছে এসে আমায় তাই বোঝালে তুমি

কাছে এসে আমায় তাই বোঝালে তুমি

তোমাকে এ জীবনে ছিল বড় প্রয়োজন

হারিয়ে যাবে না তো পাশে থেকো সারাক্ষণ

ও তোমাকে এ জীবনে ছিল বড় প্রয়োজন

হারিয়ে যাবে না তো পাশে থেকো সারাক্ষণ

2/ ভেবো না তুমি একা

এইতো হলো দেখা

রয়েছি পাশে আমি...

১/বুঝিনি বুঝিনি আগে বুঝিনি আমি

পৃথিবীতে ভালোবাসা এতটা দামি

কাছে এসে আমায় তাই বোঝালে তুমি

কাছে এসে আমায় তাই বোঝালে তুমি

বেঁচে আছি আমি পৃথিবীতে যতদিন

থাকবে এই হৃদয়ে তুমি শুধু ততদিন

ও বেঁচে আছি আমি পৃথিবীতে যতদিন

থাকবে এই হৃদয়ে তুমি শুধু ততদিন

১/স্বপ্ন হয়ে চোখে

থাকবে সুখে দুখে

শুধু যে আমার তুমি...

২/বুঝিনি বুঝিনি আগে বুঝিনি আমি

পৃথিবীতে ভালোবাসা এতটা দামি

কাছে এসে আমায় তাই বোঝালে তুমি

কাছে এসে আমায় তাই বোঝালে তুমি

১/বুঝিনি বুঝিনি আগে বুঝিনি আমি

পৃথিবীতে ভালোবাসা এতটা দামি

কাছে এসে আমায় তাই বোঝালে তুমি

কাছে এসে আমায় তাই বোঝালে তুমি

২/কাছে এসে আমায় তাই বোঝালে তুমি

১/কাছে এসে আমায় তাই বোঝালে তুমি

Bujhini Bujhini par MANNA - Paroles et Couvertures