ছেলেঃ ময়নামতীর পথের ধারে..
দেখা হয়েছিল
ময়নামতীর পথের ধারে..
দেখা হয়েছিল
মেয়েঃ আরে না না না,
তেপান্তরের মাঠের পরে..
দেখা হয়েছিল
ছেলেঃ আরে না বাবা না
ময়নামতীর পথের ধারে..
দেখা হয়েছিল
মেয়েঃ হু..ম তেপান্তরের মাঠের পরে..
দেখা হয়েছিল
ছেলেঃদেখা হয়েছিল তবু,
না দেখা যে ছিল ভাল,
দেখা হয়েছিল
মেয়েঃ দেখা হয়েছিল তবু,
না দেখা যে ছিল ভাল,
দেখা হয়েছিল
উভয়ঃময়নামতীর পথের ধারে…
দেখা হয়েছিল
তেপান্তরের মাঠের পরে দেখা হয়েছিল
মেয়েঃকাজলা দিঘির ঘাটের ধারে
দাঁড়িয়েছিলে অন্ধকারে—
কেন গো উঁ ?
কাজলাদিঘির ঘাটের ধারে
দাঁড়িয়েছিলে অন্ধকারে—
ছেলেঃ আ~জল আনিতে কলসি কাঁখে
জল আনিতে কলসি কাঁখে
আসবে তুমি.. বলেছিলে
মেয়েঃ কে বলেছিল কে ?
ছেলেঃঐ বামুনপাড়ার ছেলে..র সনে
কথা হয়ে..ছিল
ময়নামতীর পথের ধারে দেখা হয়েছিল
মেয়েঃ ও..তেপান্তরের মাঠের পরে
দেখা হয়েছিল
মেয়েঃ কাল বোশেখীর ঘূর্ণী ঝড়ে
হিজলবনে ছিলে পড়ে—
কেন এ্যাঁ কার জন্যে !
কাল বোশেখীর ঘূর্ণী ঝড়ে
হিজলবনে ছিলে পড়ে—
ছেলেঃ হাটের শেষে বনের পথে
হাটের শেষে বনের পথে
ফিরবে তুমি বলেছিলে
মেয়েঃ কে গো আমার এমন বন্ধুটি কে ?
ছেলেঃ তোমারই এক সতিন সনে..
কথা হয়েছিল ..
মেয়েঃ তেপান্তরের মাঠের পরে
দেখা হয়েছিল
ছেলেঃ আ..ময়নামতীর পথের ধারে
দেখা হয়েছিল
উভয়ঃ দেখা হয়েছিল তবু,
না দেখা যে ছিল ভাল, দেখা হয়েছিল
ময়নামতীর পথের ধারে দেখা হয়েছিল..