menu-iconlogo
huatong
huatong
mayanirob--cover-image

ফোন আলাপ

MAYA/nirobhuatong
pjrnpchhhuatong
Paroles
Enregistrements
আসাকরি ভাল লাগবে বন্ধুরা

অনেক সুন্দরএকটি ফোন আলাপ

ছেলেঃ তোমার একটা পিকচার এখনি দাও।

মেয়েঃ পারবো না।

ছেলেঃ আমি কিছু বুঝিনা আমার

পিকচার চাই চাই।

মেয়েঃ আমি পিকচার দিতে

পারবো না।পিকচার তুলতে

আমার ভাল লাগেনা আর কতবার বলবো।

ছেলেঃআমি তোমাকে ১০ মিনিট টাইম দিলাম।

এর মধ্যে পিকচার তুলে আমাকে দাও

মেয়েঃএমন করছো কেন? আমি পিকচার

তুললেই তো তোমাকে দেই।

ছেলেঃএখন তুমি আমাকে পিকচার দিবা কিনা বলো

মেয়েঃনা।

ছেলেঃআমাকে নাকি জীবন দিয়ে ভালবাসো আর

একটা পিকচারি দিতেপারোনা এই তোমার ভালবাসা

মেয়েঃআজ তুমি এমন করছো কেন।সবসময়

পিকচার তুলতে ভাল লাগেনা।

আমার এখন কিছু ভাল লাগছে না।

ছেলেঃ আমার সাথে খবরদার কথা বলবা না।

মেয়েঃআমি তোমার কি করসি।

আজ আমার সাথে এমন করতেছ কেন। একটা

পিকচারের জন্য তুমি এমন করতেছ কেন?

ছেলেঃপিকচার দাও নয়তো আমি ব্রেকআপ করবো।

মেয়েঃ(রেগে গিয়ে)আমি পিকচার দিবনা।

তোমার যা খুশি তাই করো।

ছেলেঃওকে আমি ব্রেকআপ করলাম।

মেয়েঃব্রেকআপ করতে চাও করো।

কিন্তু আমার জীবন থেকে তোমার

সবগুলো সৃতি মুছে দিতে হবে।তাহলেই

আমি ব্রেকআপ করবো।

ছেলেঃ পারবো না কোন স্মৃতি মুছে দিতে।

মেয়েঃতাহলে ব্রেকআপ করতে চাও কেন?

ছেলেঃ অত কিছু বুঝিনা। তুই মর যা।

মেয়েঃ (খুব ব্যাথা পেয়ে)আমি

মরলেই তো খুশী হবা তাইনা?

ছেলেঃ অত কথা তো শুনতে চাইনা।

পিকচার দে নয়তো তোর সাথে ব্রেকআপ।

মেয়েঃআর কতটা দুঃখ দিলে তুমি সুখি হবা বল

অনেকক্ষণ পর

ছেলেঃ দেখ তর জন্য হাত কাটছি

মেয়েঃ( কাদতে কাদতে)

এটা কি করছো তুমি।হাত কাটছো কেন?

ছেলেঃ তোমাকে আমি না বুঝে

দুঃখ দিছি।তাই নিজেকে দুঃখ দিয়ে

তার মাসুল দিলাম

মেয়েঃ আমি যেন তোমার কে?

ছেলেঃ আমার পাগলি, আমার লক্ষি বউ।

মেয়েঃ আমি যেন কোথায় থাকি?

ছেলেঃ আমার বুকের ভীতরে।

মেয়েঃ বুকের ভীতরে কোথায়?

ছেলেঃ কলিজায়।

মেয়েঃ তার মানে আমি তোমার

শরিরেই থাকি তাই তো?

ছেলেঃ হুম

মেয়েঃ তাহলে তোমার শরিরে ব্যাথা

লাগলে সাাথে আর কে ব্যাথা পাবে?

ছেলেঃ তুমি।

মেয়েঃ তাহলে এই যে তুমি হাত

কাটলা এতে আমার ব্যাথা বাড়ছে না কমছে?

ছেলেঃবাড়ছে

মেয়েঃ তুমি ভাল করেই জানো তুমি হাত

কাটলে আমি ব্যাথা পাবো।তাই

আমাকে ব্যাথা দিতেই তুমি হাত কাটছো।

ছেলেঃ আর কখনো কাটবো না আমার

জান পাখি।আর কখনো তোমায় ব্যাথা দিবনা

মেয়েঃ হুম।মনে থাকবে?

ছেলেঃ হুম আমার লক্ষি বউ।

Davantage de MAYA/nirob

Voir toutlogo

Vous Pourriez Aimer