কেউ না জানুক মন তো জানে
মনের ও যে কষ্ট আছে
সেই বেদনা লুকিয়ে রাখি
হাজার ছলনায়
মানুষ বলেই জীবন খাতায়
ভুলের হিসেব পাতায় পাতায়
দূরের থেকে ভালো সবিই
কাছে গেলে নাই
যখন দেখি চাওয়া পাওয়া শুন্যেতে মিলায়
তখন আমি
এই শহরে কষ্ট বেচে খাই
Follow me now ...
ভালোবাসার নাম দিয়েছি আমি কান্না
অনায়াসে বয়ে আনে চোখে বন্যা
আমার কাছে ভালোবাসা যেনো অন্ধকার
ভালোবাসা নকশী কাঁথা গোপন ও দ্বিধা
যখন দেখি চাওয়া পাওয়া শুন্যেতে মিলায়
তখন আমি
এই শহরে কষ্ট বেচে খাই
যাকে খুঁজে হারিয়ে গেলাম গভীর অরণ্যে
যে পেচানো লতার মাঝে গেলাম জড়িয়ে
ডেকে যখন ডাক মেলেনা তখন ভাবে মন
হয়তো একটু পরের ক্ষণে আসবে প্রিয়জন
যখন দেখি চাওয়া পাওয়া শুন্যেতে মিলায়
তখন আমি এই শহরে কষ্ট বেচে খাই
কেউ না জানুক মন তো জানে
মনের ও যে কষ্ট আছে
সেই বেদনা লুকিয়ে রাখি
হাজার ছলনায়
মানুষ বলেই জীবন খাতায়
ভুলের হিসেব পাতায় পাতায়
দূরের থেকে ভালো সবিই
কাছে গেলে নাই
যখন দেখি চাওয়া পাওয়া শুন্যেতে মিলায়
তখন আমি
এই শহরে কষ্ট বেচে খাই