দক্ষিনা বাতাস - আইয়ুব বাচ্চু AB
এ্যালবাম - দুঃখীনি মা
রিলিজ - ২০০১ সালে
🎸🎸🎸🎸🎸🎸🎸
দক্ষিনা বাতাস ছুয়েছে হৃদয়
দক্ষিনা বাতাস ছুয়েছে হৃদয়
এ ফাগুন রাতে
দুটি হাত দুটি হাতে
আর কেউ নয়,,,,
জেগে আছে চাঁদ,,,,
জেগে আছে চাঁদ,,,,
দক্ষিনা বাতাস ছুয়েছে হৃদয়
দক্ষিনা বাতাস ছুয়েছে হৃদয়
🎸🎸🎸🎸🎸🎸🎸
Follow me now ...
🎸🎸🎸🎸🎸🎸🎸
স্বপ্নে বিভোর হয়ে গ্যাছে
আজ রাত জাগা যতো পাখি
গভীর আঁধার করছে সেতো
জোছনায় মাখামাখি
এই রাত না হয় যেন শেষ
যে থেকে প্রভাতে,,,,
জেগে আছে চাঁদ,,,,
জেগে আছে চাঁদ,,,,
দক্ষিনা বাতাস ছুয়েছে হৃদয়
দক্ষিনা বাতাস ছুয়েছে হৃদয়
🎸🎸🎸🎸🎸🎸🎸
জোনাকি যতো আশার আলো
জেলেছে রাতের বুকে
তোমার দুচোখ এই দুচোখে
প্রশন্নতার সুখে
এই ক্ষন যেন শেষ না হয়
জেনে রেখো থাকবো দুজন
জেগে আছে চাঁদ,,,,
জেগে আছে চাঁদ,,,,
দক্ষিনা বাতাস ছুয়েছে হৃদয়
দক্ষিনা বাতাস ছুয়েছে হৃদয়
এ ফাগুন রাতে
দুটি হাত দুটি হাতে
আর কেউ নয়,,,,
জেগে আছে চাঁদ,,,,
জেগে আছে চাঁদ,,,,
দক্ষিনা বাতাস ছুয়েছে হৃদয়
দক্ষিনা বাতাস ছুয়েছে হৃদয়