menu-iconlogo
huatong
huatong
avatar

এ স্মৃতি একদিন ইতিহাস হবে

Md.Khurshid Alamhuatong
🌙☘️M.𝐉𝐈𝐁𝐎𝐍☘️🅱🅼☘️🎼✨huatong
Paroles
Enregistrements
গানের কথাঃ এ স্মৃতি একদিন ইতিহাস হবে...

------------------

এ স্মৃতি... একদিন...হুমহুম হুমহুম,

তুমি যে আমার মানসী হবে,

--Short Music--

এ স্মৃতি একদিন ইতিহাস হবে,

তুমি যে আমার মানসী হবে,

--Short Music--

হবে তুমি মোর অনুরাগী,

ছন্দ হারা মনে ছন্দ জাগাবে,

এ স্মৃতি একদিন ইতিহাস হবে,

তুমি যে আমার মানসী হবে,ওহো....

এ স্মৃতি একদিন ইতিহাস হবে,

তুমি যে আমার মানসী হবে,

-Music-

গীতিকারঃ দেওয়ান নজরুল,

সুরকারঃ মনসুর আহ্‌মেদ,

মূলশিল্পীঃ মোঃ খুরশীদ আলম,

চলচ্চিত্রঃ নিশান (১৬/০৮/১৯৭৭ইং),

শ্রেষ্ঠাংশেঃ জাভেদ/ববিতা প্রমুখ,

পরিচালকঃ ইবনে মিজান।

-Music-

ভালো লাগে না মন খুঁজে তাই,

এই ফাগুনে অভিমানিনী,

ভালো লাগে না মন খুঁজে তাই,

এই ফাগুনে অভিমানিনী,

তোমার দেয়া এই উপহার,

হৃদয় গভীরে জড়িয়ে রবে,

এ স্মৃতি একদিন ইতিহাস হবে,

তুমি যে আমার মানসী হবে,

-Music-

যতোয় অভিমান জানি ভুলবে,

রাঙা আঁধারে হাসি ছড়াবে,

যতোয় অভিমান জানি ভুলবে,

রাঙা আঁধারে হাসি ছড়াবে,

চলার পথের ক্ষণিক বিরাম,

অনুরাগ হয়ে দেখা যে দেবে,

এ স্মৃতি একদিন ইতিহাস হবে,

তুমি যে আমার মানসী হবে,

--Short Music--

হবে তুমি মোর অনুরাগী,

ছন্দ হারা মনে ছন্দ জাগাবে,

এ স্মৃতি একদিন ইতিহাস হবে,

তুমি যে আমার মানসী হবে,ওহো....

এ স্মৃতি একদিন ইতিহাস হবে,

তুমি যে আমার মানসী হবে।

------

আপলোডঃ মইনুল জীবন।

Davantage de Md.Khurshid Alam

Voir toutlogo

Vous Pourriez Aimer