menu-iconlogo
huatong
huatong
avatar

দোলা দে

Milahuatong
༄❥⃝𖤓𝐌O𝐙𝐈𝐁❥⃝♻️🅱🆂🅰♻️huatong
Paroles
Enregistrements
গ্রামে গঞ্জে, পালাগানের মঞ্চে,

অন্তরে বন্দরে খবর দিয়ে দে।

মাঠে ঘাটে, আর শহর তলাতে,

হাওয়ায় হাওয়ায় ঢেউ তুলে দে।

গ্রামে গঞ্জে, পালাগানের মঞ্চে,

অন্তরে বন্দরে খবর দিয়ে দে।

মাঠে ঘাটে, আর শহর তলাতে,

হাওয়ায় হাওয়ায় ঢেউ তুলে দে।

মুখে মুখে সাড়া তুলে দে তুই,

মন দে মনটা উজাড় করে দে।

দোলা দে, দোলা দে,

দোলা দে রে পাগলা.

মনে আছে চাওয়া-পাওয়া

খুশির জোয়ার মিলে যাওয়া

শাসন বারন মানিনা আজকে

উদাসী মন নিজেই হাওয়া

মনে আছে চাওয়া-পাওয়া

খুশির জোয়ার মিলে যাওয়া

শাসন বারন মানিনা আজকে

উদাসী মন নিজেই হাওয়া

দোলা দে, দোলা দে,

দোলা দে রে পাগলা.

বৃষ্টি ফোটায় ভিজে ভিজে

ডাকছে এখন ডাকছে কেরে

হিমেল হাওয়ায় মনটা উড়ে

আসছে বাতাস আসছে তেড়ে

==============

বৃষ্টি ফোটায় ভিজে ভিজে

ডাকছে এখন ডাকছে কেরে

হিমেল হাওয়ায় মনটা উড়ে

আসছে বাতাস আসছে তেড়ে

দোলা দে, দোলা দে,

দোলা দে রে পাগলা.

Wait.............

গ্রামে গঞ্জে, পালাগানের মঞ্চে,

অন্তরে বন্দরে খবর দিয়ে দে।

মাঠে ঘাটে, আর শহর তলাতে,

হাওয়ায় হাওয়ায় ঢেউ তুলে দে।

মুখে মুখে সাড়া তুলে দে তুই,

মন দে মনটা উজাড় করে দে।

দোলা দে, দোলা দে,

দোলা দে রে পাগলা.

Davantage de Mila

Voir toutlogo

Vous Pourriez Aimer