menu-iconlogo
huatong
huatong
avatar

Pahari Meye

Mileshuatong
pigbull420huatong
Paroles
Enregistrements

পাথুরে নদী চলে

পাহাড়ি মেয়ে নামে

ভেজা তার তনু মন ধরা দেয় না

কি স্বপ্ন এঁকে দিলো বলা যায় না

পাথুরে নদী চলে

পাহাড়ি মেয়ে নামে

ভেজা তার তনু মন ধরা দেয় না

কি স্বপ্ন এঁকে দিলো বলা যায় না...

সাজানো চোখের মাঝে সবুজ বনানী তাতে

ছায়া ফেলে এই জল ঝর্না।

অধীর ঢেউয়ের দোলা দিয়ে যায় আনমনা

দিকে দিকে শুধু যন্ত্রণা

পাথুরে নদী চলে

পাহাড়ি মেয়ে নামে

ভেজা তার তনু মন ধরা দেয় না

কি স্বপ্ন এঁকে দিলো বলা যায় না

পাথুরে নদী চলে

পাহাড়ি মেয়ে নামে

ভেজা তার তনু মন ধরা দেয় না

কি স্বপ্ন এঁকে দিলো বলা যায় না

বাতাস আকুল হয়ে জলে ছন্দ নিয়ে

পাহাড়ি মেয়ে সেতো চেয়ে দেখে না ।

পাখি ডাকে অচেনা বয়ে যায় ভাবনা

স্বজন বুঝি তার ফিরে এলেনা

বাতাস আকুল হয়ে জলে ছন্দ নিয়ে

পাহাড়ি মেয়ে সেতো চেয়ে দেখে না ।

পাখি ডাকে অচেনা বয়ে যায় ভাবনা

স্বজন বুঝি তার ফিরে এলেনা

পাথুরে নদী চলে

পাহাড়ি মেয়ে নামে

ভেজা তার তনু মন ধরা দেয় না

কি স্বপ্ন এঁকে দিলো বলা যায় না

পাথুরে নদী চলে

পাহাড়ি মেয়ে নামে

ভেজা তার তনু মন ধরা দেয় না

কি স্বপ্ন এঁকে দিলো বলা যায় না

পাথুরে নদী চলে

পাহাড়ি মেয়ে নামে

ভেজা তার তনু মন ধরা দেয় না

কি স্বপ্ন এঁকে দিলো বলাযায় না

পাথুরে নদী চলে

পাহাড়ি মেয়ে নামে

ভেজা তার তনু মন ধরা দেয় না

কি স্বপ্ন এঁকে দিলো বলা যায় না

পাথুরে নদী চলে

পাহাড়ি মেয়ে নামে

ভেজা তার তনু মন ধরা দেয় না....

Davantage de Miles

Voir toutlogo

Vous Pourriez Aimer