menu-iconlogo
huatong
huatong
avatar

She Kun Dorodia Amar

Mileshuatong
shydurrahman-🎷🎷ABS🎸🎸huatong
Paroles
Enregistrements
সে কোন দরদিয়া আমায়

কাঁদায় আবার হাসায়

দুঃখ সুখের নদী জলে

ডুবায় আবার ভাসায়

সে কোন দরদিয়া আমায়

কাঁদায় আবার হাসায়

পাইনা তারে খুঁজি যারে

সে আছে অন্তরে....

ঝড়ের রাতে আপন হয়ে

আসে আমার বুকে

চাঁদের আলোয় জোয়ার আনে

ভালোবাসার সুখে

ঝড়ের রাতে আপন হয়ে

আসে আমার বুকে

চাঁদের আলোয় জোয়ার আনে

ভালোবাসার সুখে

আমার দরদিয়া এমন মধুর

চেয়ে থাকি চোখে

সে কোন দরদিয়া আমায়

কাঁদায় আবার হাসায়

দুঃখ সুখের নদী জলে

ডুবায় আবার ভাসায়

সে কোন দরদিয়া আমায়

কাঁদায় আবার হাসায়

পাইনা তারে খুঁজি যারে

সে আছে অন্তরে....

বুকের মাঝে বসত গড়ে

কেন তবু দূরে

চাই যখন পাইনা তখন

খুঁজে ফিরি তারে

বুকের মাঝে বসত গড়ে

কেন তবু দূরে

চাই যখন পাইনা তখন

খুঁজে ফিরি তারে

আমার দরদিয়া এমন নিঠুর

দেখেনা তো ফিরে

সে কোন দরদিয়া আমায়

কাঁদায় আবার হাসায়

দুঃখ সুখের নদী জলে

ডুবায় আবার ভাসায়

সে কোন দরদিয়া আমায়

কাঁদায় আবার হাসায়

পাইনা তারে খুঁজি যারে

সে আছে অন্তরে....

Davantage de Miles

Voir toutlogo

Vous Pourriez Aimer