বল তুমি আর কত দিন
রবে দূরে আমায় ছেড়ে
মনে মনে কল্পনাতে
আসো কেন বারে বারে
কেন একা ফেলে চলে গেলে
দুঃখ দিয়ে না ফেরার দেশে
এরই নাম কি ভালোবাসা
সখী ভালোবাসা কারে কয়
সখী ভালোবাসা কারে কয়
হৃদয়ের মন্দিরে আছো বসে তুমি
এ ব্যথা প্রাণে নাহি সয়
সখী ভালোবাসা কারে কয়
সখী ভালোবাসা কারে কয়
হৃদয়ের মন্দিরে আছো বসে তুমি
এ ব্যথা প্রাণে নাহি সয়
সখী তুমি কেন ওগো কেন বোঝনা
তুমি হীনা একাকি সময় কাটে না
এই বুকে আছে যত ভালোবাসা
তোমায় নিয়ে পেতে ছিল স্বপ্নের বাসা
তুমি যে আমার মনেরই প্রথম শেষ আশা
মন আজো পথ চেয়ে রয়
তুমি আসবে বলেছে হৃদয়
কেনো অভিমান করে ছলে গেলে তুমি
এ ব্যথা প্রাণে নাহি সয়
সখী ভালোবাসা কারে কয়
সখী ভালোবাসা কারে কয়
হৃদয়ের মন্দিরে আছো বসে তুমি
এ ব্যথা প্রাণে নাহি সয়
এখনো তোমার আশায়
পথ চেয়ে থাকি
কেন তুমি স্বপ্নে এসে দাও মিছে ফাঁকি
এই বুকে আছে যত ভালোবাসা
তোমায় নিয়ে পেতে ছিল স্বপ্নের বাসা
তুমি যে আমার মনেরই প্রথম শেষ আশা
মন আজও পথ চেয়ে রয়
তুমি আসবে বলেছে হৃদয়
কেন অভিমান করে চলে গেলে তুমি
এ ব্যথা প্রাণে নাহ সয়
সখী ভালোবাসা কারে কয়
সখী ভালোবাসা কারে কয়
হৃদয়ের মন্দিরে আছো বসে তুমি
এ ব্যথা প্রাণে নাহি সয়
সখী ভালোবাসা কারে কয়
সখী ভালোবাসা কারে কয়
হৃদয়ের মন্দিরে আছো বসে তুমি
এ ব্যথা প্রাণে নাহি সয়