menu-iconlogo
huatong
huatong
avatar

Eka Din

Minar Rahmanhuatong
befmclerrahuatong
Paroles
Enregistrements
একা দিন, ফাঁকা রাত

নিভেছে আলো

তুই নেই, কেউ নেই

লাগছে না ভালো

একা দিন, ফাঁকা রাত

নিভেছে আলো

তুই নেই, কেউ নেই

লাগছে না ভালো

তোর নাম না জানা অভিমানে

কত দূরে ভাসা যায়

আমি চাইছি তবু পারছি না তো

থামাতে আমায়

একা দিন, ফাঁকা রাত

নিভেছে আলো

তুই নেই, কেউ নেই

লাগছে না ভালো

যতবার,

আমি তোর ভাষাতে বলছি কথা

ততবার

তুই ভাবলি বুঝি তা আলাদা,

যতবার

আমি তোর ভাষাতে বলছি কথা

ততবার

তুই ভাবলি বুঝি তা আলাদা

একা দিন, ফাঁকা রাত

নিভেছে আলো

তুই নেই, কেউ নেই

লাগছে না ভালো

জানি না,

তোর ঘুম আসে কি রাত্রি হলে

আমিও

সেই প্রশ্ন হয়ে থাকছি জ্বলে,

জানি না

তোর ঘুম আসে কি রাত্রি হলে

আমিও

সেই প্রশ্ন হয়ে থাকছি জ্বলে

ও ও...

তোর নাম না জানা অভিমানে

কত দূরে ভাসা যায়

আমি চাইছি তবু পারছি না তো

থামাতে আমায়

একা দিন, ফাঁকা রাত

নিভেছে আলো

তুই নেই, কেউ নেই

লাগছে না ভালো

তোর নাম না জানা অভিমানে

কতদূের ভাষা যায়

আমি চাইছি তবু পারছি না তো

থামাতে আমায়

Davantage de Minar Rahman

Voir toutlogo

Vous Pourriez Aimer

Eka Din par Minar Rahman - Paroles et Couvertures