menu-iconlogo
huatong
huatong
avatar

Karone Okarone

Minar Rahmanhuatong
p.patterson52huatong
Paroles
Enregistrements
কারণে অকারণে

নিষেধে বা বারণে

তোমার নামেই যত

জোছনা নিলাম

নিয়মে অনিয়মে

দহনে বা ধারোণে

আমায় নিখোঁজ ভাব

বাঁ পাশেই ছিলাম

চোখে জল নোণাকি

নিয়ে গেলো জোণাকী কেনো

আমি পথে একা দাঁড়িয়ে

আলোদের পিয়ণে

সোডিয়াম নিয়ণে যেনো

সবই কোথায় হারিয়ে

আমি তোমার দ্বীধায় বাঁচি

তোমার দ্বীধায় পুড়ে যাই

এমন দ্বীধার পৃথিবীতে

তোমায় চেয়েছি পুরোটাই

আমি তোমার সপ্নে বাঁচি

তোমার সপ্নে পুড়ে যাই

এমন সাধের পৃথিবীতে

তোমায় চেয়েছি পুরোটাই (পুরোটাই)

জলেতে আগুনে

বরষা বা ফাগুনে

তোমার নামেই যত

মেঘেদের গান

জাগরণে মিছিলে

কোথায় যে কি ছিলে

আমায় নিখোঁজ ভাব

নিয়ে আভিমান

চোখে জল নোণাকি

নিয়ে গেলো জোণাকী কেনো

আমি পথে একা দাঁড়িয়ে

আলোদের পিয়ণে

সোডিয়াম নিয়ণে যেনো

সবই কোথায় হারিয়ে

আমি তোমার দ্বীধায় বাঁচি

তোমার দ্বীধায় পুড়ে যাই

এমন দ্বীধার পৃথিবীতে

তোমায় চেয়েছি পুরোটাই

আমি তোমার সপ্নে বাঁচি

তোমার সপ্নে পুড়ে যাই

এমন সাধের পৃথিবীতে

তোমায় চেয়েছি পুরোটাই (পুরোটাই)

Davantage de Minar Rahman

Voir toutlogo

Vous Pourriez Aimer

Karone Okarone par Minar Rahman - Paroles et Couvertures