menu-iconlogo
huatong
huatong
avatar

Minar Opekkha

Minar Rahmanhuatong
pepper62930huatong
Paroles
Enregistrements
কেমন যেন হয়ে আছে আকাশটা

অনেক স্মৃতি ছিল রংরঙা

হঠাৎ প্রশ্নরা সব পথ হারিয়ে

খুঁজছে তোমার ঠিকানা

কোথায় লুকিয়ে মেঘের ঘন ঘটাঁ

কোথায় হারিয়ে রুপালি দুপুর

অনেক অভিমানি হয়ে মনটা আমার

খুঁজছে তোমার ঠিকানা

এই পথটা ধরে

জানি হেটেছিলাম দুজন

গড়ব বলে সুখের নাটাই

রুপালি রোদ আর বৃষ্টি বিলাসী বিকেল

এসনা আবার সবটাই সাজাই

তুমি কোথায় আছ, আমি কোথায় আছি

কেন যে আজ দুজন দুদিকে ভাসি

আমি কোথায় আছি,তুমি কোথায় আছ,

কেন যে আজ দুজন দুদিকে ভাসি

ও ও ও ও ...

ও ও ও ও ও ও

কেমন যেন হয়ে আছে শহর টা ,

মানুষ গুলো থমকে একা

অবাক তাকিয়ে থাকা দুর আরো দুর .

হারিয়ে সুরের সিমানা

কোথাও বইছে মোহের মাতাল হাওয়া .

কোথাও উড়ছে স্নৃতির পায়রা .

আলোর দিন আর রাতের আধার টা

করছে ভোরের অপেক্ষা .

এই পথটা ধরে জানি হেটে ছিলাম দুজন ,

গড়বো বলে সুখের নাটাই ,

রুপালি রোদ আর বৃষ্টি বিলাসি বিকেল

এসোনা আবার সবটাই সাজাই .

তুমি কোথায় আছ, আমি কোথায় আছি

কেন যে আজ দুজন দুদিকে ভাসি

আমি কোথায় আছি,তুমি কোথায় আছ,

কেন যে আজ দুজন দুদিকে ভাসি

তুমি কোথায় আছ, আমি কোথায় আছি

কেন যে আজ দুজন দুদিকে ভাসি

আমি কোথায় আছি,তুমি কোথায় আছ,

কেন যে আজ দুজন দুদিকে ভাসি

ও ও ও ও ও ও ও ও...

ও ও ও ও ও ও ও ও ও ও

Davantage de Minar Rahman

Voir toutlogo

Vous Pourriez Aimer

Minar Opekkha par Minar Rahman - Paroles et Couvertures