menu-iconlogo
logo

Din Ki Rate sajh provate দিন কি রাতে

logo
Paroles
দিন কি রাতে

দিন কি রাতে সাঁঝ প্রভাতে

তোমারই আছি এই তো

তুমি ছাড়া আর জীবনে আমার

কিছুই চাওয়ার নেইতো

জীবন বলো........

জীবন বলো মরণ বলো

তুমি আমার সেই তো

দিন কি রাতে

দিন কি রাতে সাঁঝ প্রভাতে

তোমারই আছি এই তো

তুমি ছাড়া আর জীবনে আমার

কিছুই চাওয়ার নেইতো

জীবন বলো........

জীবন বলো মরণ বলো

তুমি আমার সেই তো

দিন কি রাতে সাঁঝ প্রভাতে

তোমারী আছি এই তো

তুমি ছাড়া আর জীবনে আমার

কিছুই চাওয়ার নেইতো

সামনে রাখিও,দু'চোখে দেখিও

এক পলকের আড়াল হলে

কাটে না যে ক্ষণ, কাটে না যে ক্ষণ

ও কাছে না এলে গো, বুকে না পেলে গো

হৃদয় আমার কেঁদে মরে

ভরে না তো মন,ভরে না তো মন

তোমারী মাঝে.....

তোমারই মাঝে হারিয়ে খুঁজি,নতুন আমাকেই তো

দিন কি রাতে সাঁঝ প্রভাতে

তোমারী আছি এই তো

তুমি ছাড়া আর জীবনে আমার

কিছুই চাওয়ার নেইতো

লজ্জা কিবা আর, তুমি তো আমার

বুকের ভিতর রাখা ও গো সুখের অলংকার

সুখের অলংকার

ও তোমাকে চেয়েছি, তোমাকে পেয়েছি

এর চেয়ে বড় আছি কি আর

আমার অহংকার,আমার অহংকার

সারাটি জীবন........

সারাটি জীবন কেটে যাবে,স্বপ্ন সাজাতেই তো

দিন কি রাতে

দিন কি রাতে সাঁঝ প্রভাতে

তোমারই আছি এই তো

তুমি ছাড়া আর জীবনে আমার

কিছুই চাওয়ার নেইতো

জীবন বলো........

জীবন বলো মরণ বলো তুমি আমার সেই তো

দিন কি রাতে

দিন কি রাতে সাঁঝ প্রভাতে

তোমারই আছি এই তো

তুমি ছাড়া আর জীবনে আমার

কিছুই চাওয়ার নেইতো

জীবন বলো.......

জীবন বলো মরণ বলো তুমি আমার সেই তো

দিন কি রাতে সাঁঝ প্রভাতে

তোমারী আছি এই তো

তুমি ছাড়া আর জীবনে আমার

কিছুই চাওয়ার নেইতো

By ZidQatar

Din Ki Rate sajh provate দিন কি রাতে par mitalee mukharjee/Tapan Chowdhury - Paroles et Couvertures