
সোহাগে আদরে বেঁধেছো
F) আ..আ..আ..আ...
F) সোহাগে আদরে
বেঁধেছো আমারে
এ বাঁধন যাবেনা ছিঁড়ে
জীবনে মরণে
বাধা যে দুজনে
এ বাঁধন যাবেনা ছিঁড়ে
M)সোহাগে আদরে
বেঁধেছো আমারে
এ বাঁধন যাবেনা ছিঁড়ে
জীবনে মরণে বাধা যে দুজনে
এ বাঁধন যাবেনা ছিঁড়ে
*আপলোড: মোহন
F) তুমি যদি এই চোখে
একবার রাখ চোখ
মনে হয় পৃথিবীতে
এর চেয়ে নেই সুখ
M) তুমি যদি এই মনে
একবার রাখ মন
ক্ষতি নেই তার পর
হয় যদি মরণ
F) এই প্রেম ভালবাসা
এতো সুখ এতো আশা
সবিতো তোমাকে ঘিরে
M) সোহাগে আদরে
বেঁধেছো আমারে
এ বাঁধন যাবেনা ছিঁড়ে
*আপলোড: মোহন
F) তুমি যদি এই হাতে
একবার রাখো হাত
মিটবেনা কখনো
তোমাকে পাওয়ার সাধ
M) তুমি যদি এই বুকে
একবার লেখো নাম
চিরদিনি এক হয়ে
মিশে রবে দুটি প্রাণ
F) এই আলো হাসি গান
হৃদয়ের এতো টান
সবিতো তোমাকে ঘিরে
M) সোহাগে আদরে
বেঁধেছো আমারে
এ বাঁধন যাবেনা ছিঁড়ে
F) জীবনে মরণে
বাধা যে দুজনে
এ বাঁধন যাবেনা ছিঁড়ে
লা..লা..লা
হু..হু..হু
লা..লা..লা..লা..
সোহাগে আদরে বেঁধেছো par Mohon - Paroles et Couvertures