menu-iconlogo
huatong
huatong
avatar

HD রুপা আমি ভালো নেই

Mohona Karaokehuatong
🇧🇩Mahmud২হাসান🇧🇩huatong
Paroles
Enregistrements
আসসালামু আলাইকুম

যদি আপনাদের মনের মত

কোন গানের ট্রাক বানাতে চান

আমার প্রোফাইলে নাম্বার দেওয়া আছে

চাইলে যোগাযোগ করতে পারবেন

প্রথম গানের ট্রাকটি ফ্রিতে করে দেওয়া হয়

পরে যা আপলোড করাবেন

প্রতি ট্রাক এর জন্য ১০০ টাকা করে

মাঝে মাঝে তোর কথা খুব মনে পড়ে

মাঝে মাঝে নীরবেই চোখে জল ঝরে

মাঝে মাঝে তোর কথা খুব মনে পড়ে

মাঝে মাঝে নীরবেই চোখে জল ঝরে

মাঝে মাঝে সবকিছু লাগে বড় ফাঁকা

এত জ্বালা সই কি গো যায় বেঁচে থাকা

মাঝে মাঝে মনে হয় মরণেও সুখ

রুপা আমি ভালো নেই ভেঙ্গে গেছে বুক

রুপা আমি ভালো নেই ভেঙ্গে গেছে বুক

রুপা আমি ভালো নেই ভেঙ্গে গেছে বুক

রুপা আমি ভালো নেই ভেঙ্গে গেছে বুক

লাল চুড়ি লাল ফিতা ছিল তোর বায়না

এখন কি সেই সব আর মনে চায় না

টক-ঝাল চকলেট ছিল তোর বড় টান

একদিন ভুলে গেলে আহা কি যে অভিমান

রুপা আজ কার খুলে পড়ছে সে ডুলে ডুলে

রুপা আজ কার খুলে পড়ছে সে ডুলে ডুলে

কার মায়া ঠোটে মুখে হাসি হাসি মুখ

রুপা আমি ভালো নেই ভেঙ্গে গেছে বুক

রুপা আমি ভালো নেই ভেঙ্গে গেছে বুক

রুপা আমি ভালো নেই ভেঙ্গে গেছে বুক

রুপা আমি ভালো নেই ভেঙ্গে গেছে বুক

একদিন ভোরবেলা পত্রিকা খুলতেই

যদি তোর চোখে পড়ে ইমন আর বেঁচে নেই

একা একা রুপা তুই হেসে দিস এক গাল

যাক বাবা বাঁচা গেল দূর হলো জঞ্জাল

এই মনে কত ব্যথা কারে বলি সেই কথা

এই মনে কত ব্যথা কারে বলি সেই কথা

কার এতো ঠেকা দোষ বল শুনে বসে দুখ

রুপা আমি ভালো নেই ভেঙ্গে গেছে বুক

রুপা আমি ভালো নেই ভেঙ্গে গেছে বুক

রুপা আমি ভালো নেই ভেঙ্গে গেছে বুক

রুপা আমি ভালো নেই ভেঙ্গে গেছে বুক

মাঝে মাঝে তোর কথা খুব মনে পড়ে

মাঝে মাঝে নীরবেই চোখে জল ঝরে

মাঝে মাঝে সব কিছু লাগে বড় ফাঁকা

এত জ্বালা সয়ে কি গো যায় বেঁচে থাকা

মাঝে মাঝে মনে হয় মরণেও সুখ

রুপা আমি ভালো নেই ভেঙ্গে গেছে বুক

রুপা আমি ভালো নেই ভেঙ্গে গেছে বুক

রুপা আমি ভালো নেই ভেঙ্গে গেছে বুক

রুপা আমি ভালো নেই ভেঙ্গে গেছে বুক

Davantage de Mohona Karaoke

Voir toutlogo

Vous Pourriez Aimer