menu-iconlogo
huatong
huatong
avatar

জন্মিলে মরিতে হবে এইতো নিয়ম খোদার দুনিয়ায়

Mohona Koraokehuatong
olneytmcuhuatong
Paroles
Enregistrements
শিল্পীঃ এস আই টুটুল

জন্মিলে মরিতে হবে

এইতো নিয়ম খোদার দুনিয়ায়

তুমি যেমন করে চলে গেলে

তেমন করে কেউ কি বলো যায়

তুমি যেমন করে চলে গেলে

তেমন করে কেউ কি বলো যায়

জন্মিলে মরিতে হবে

এইতো নিয়ম খোদার দুনিয়ায়

তুমি যেমন করে চলে গেলে

তেমন করে কেউ কি বলো যায়

তুমি যেমন করে চলে গেলে

তেমন করে কেউ কি বলো যায়

মিউজিক ফলো করুন

ও….ও...হো..হো.ও ও..

এই সংসারে এসেছিলে

রঙ্গিন শাড়ি পড়ে

সাদা কাপড় পরে যাওয়ার

সাড়ে তিন হাত ঘরে

ও একটা কথা ও কইলেনারে

তবুও দে দিদার

তুমি যেমন করে চলে গেলে

তেমন করে কেউ কি বলো যায়

তুমি যেমন করে চলে গেলে

তেমন করে কেউ কি বলো যায়

মিউজিক ফলো করুন

ও….ও..ও ও.ও

মাটির নিচে থাকবে তুমি

মাটির উপরে আমি

ভাগ্যে এমন লিখল কেন

ঐনা অন্তর্যামী

ও ও দুই ভুবনে বন্ধু এখন

হইলাম দুজনার

তুমি যেমন করে চলে গেলে

তেমন করে কেউ কি বলো যায়

তুমি যেমন করে চলে গেলে

তেমন করে কেউ কি বলো যায়

জন্মিলে মরিতে হবে

এইতো নিয়ম খোদার দুনিয়ায়

তুমি যেমন করে চলে গেলে

তেমন করে কেউ কি বলো যায়

তুমি যেমন করে চলে গেলে

তেমন করে কেউ কি বলো যায়

Davantage de Mohona Koraoke

Voir toutlogo

Vous Pourriez Aimer