menu-iconlogo
huatong
huatong
avatar

মায়ের কান্দন যাবজ্জীবন Mayer kandon jabot

Momtaz Begumhuatong
scoobles1huatong
Paroles
Enregistrements
মায়ের কাঁন্দন যাবত জীবন

দু’চার মাস বইনের কাঁন্দন রে

ওরে ঘরের পরিবারের কাঁন্দন

কয়েক দিন পরে থাকেনা

দূঃখের ও দরদী আমার জনম দুঃখী মা

FOLLOW ME

RSB

মায়ের কাঁন্দন যাবত জীবন

দু’চার মাস বইনের কাঁন্দন রে

ওরে ঘরের পরিবারের কাঁন্দন

কয়েক দিন পরে থাকেনা

দূঃখের ও দরদী আমার জনম দুঃখী মা

গর্ভধারিণী মা জনম দুঃখীনি মা

দূঃখের ও দরদী আমার জনম দুঃখী মা

FOLLOW ME

RSB

দশ মাস দশ দিন মায়ে গর্ভে দিলেন ঠাঁই

রক্ত মাংস খাইয়া মায়ের ভবে আইলাম ভাই

ভূমিষ্ট হইয়া আমি উঠিলাম কান্দিয়া

শান্ত করিলো মায়ের বুকের দুগ্ধ দিয়া

মায়ের প্রসবের কালে

বুক ভেসে যায় নয়ন জ্বলে রে

ও মা সন্তানেরে লইয়া কোলে

ভুলে প্রসব যন্ত্রণা

দূঃখের দরদী আমার জনম দুঃখী মা

গর্ভধারিণী মা জনম দুঃখীনি মা

দূঃখের দরদী আমার জনম দুঃখী মা

FOLLOW ME

RSB

লেংড়া আতুর কানা খোড়া হইলে পরে ছেলে

ধুলা জাইড়া মায়ে টান দিয়া লয় কুলে

পুত্র যদি কু পুত্র হয় মায়ে নাহি ফেলে

হাজার দোষ গোপন রাখিয়া তবু মায়ে পালে

শাহা আলম ভেবে বলে

জান্নাত মায়ের চরণ তলে রে

তোরা দেখ বুখারি হাদিস খুলে

করছে নবী ঘোষনা

দূঃখের দরদী আমার জনম দুঃখী মা

গর্ভধারিণী মা জনম দুঃখীনি মা

দূঃখের ও দরদী আমার জনম দুঃখী মা

মায়ের কান্দন যাবত জীবন

দু’চার মাস বোনের কান্দন রে

ওরে ঘরের পরিবারের কাঁন্দন

কয়েক দিন পরে থাকেনা

দূঃখের ও দরদী আমার জনম দুঃখী মা

গর্ভধারিণী মা জনম দুঃখীনি মা

দূঃখের ও দরদী আমার জনম দুঃখী মা

Davantage de Momtaz Begum

Voir toutlogo

Vous Pourriez Aimer