menu-iconlogo
huatong
huatong
avatar

আউলা প্রেমের বাউলা বাতাস

Monir Khan/Baby Nazninhuatong
myvoices1huatong
Paroles
Enregistrements

F;=পিরিতি বানাইলা রে বন্ধু

পিরিতে মজাইলারে বন্ধু

মরি প্রেম জালাই

আওলা প্রেমের বাওলা বাতাস লাগাইও না গায়

রে বন্ধু লাগাইও না গায়

M;=পিরিত বানাইলা রে বন্ধু

পিরিতে মজাইলা রে বন্ধু

মরি, প্রেম জালাই

আওলা প্রেমের বাওলা বাতাস লাগাইও না গায়

রে বন্ধু লাগাইও না গায়

F;=বুকে রাইখো জড়াইয়া..আ..

সুখেরি মালাটা গলায় দাওনা পড়াইয়া

M;=মনে আগুন জালাইয়া..আ...

যাইওনা যাইওনা তুমি দূরে পালাইয়া রে বন্ধু

দূরে পালাইয়া

F;=পাগলও বানাইলারে বন্ধু

দিবানা বানাইলা রে বন্ধু

ধরা দাও আমায়

M;=আওলা প্রেমের বাওলা বাতাস লাগাইও না গায়

রে বন্ধু লাগাইও না গায়

F;=ও আওলা প্রেমের বাওলা বাতাস লাগাইও না গায়

রে বন্ধু লাগাইও না গায়

M;=এহে আহা হুহু আহা

F;=লালা লালা আহা লালা

M;=একবার দেখলে তোমারে....

এক পলকে যাইরে ভাইসা সুখের জোয়ারে

F;=এমন কাঞ্চা বয়সে.....

এই প্রান মন রঙিলা হয়

তোমার পরশেরে বন্ধু তুমার পরশে

M;=অন্তরও কাড়িলা রে বন্ধু

প্রানেতে মারিলারে বন্ধু

বাচাও না আমায়

F;=আওলা প্রেমে বাওলা বাতাস লাগাইও না গায়

রে বন্ধু লাগাইও না গায়

M;=হেই, পিরিতি বানাইলারে বন্ধু

F;=পিরিতে মজাইলারে বন্ধু

M;=মরি প্রেম জালাই..............

F;=আওলা প্রেমের বাওলা বাতাস লাগাইও না গায়

ও বন্ধু লাগাইও না গায়।

M;=হেই আওলা প্রেমেরবাওলা বাতাস লাগাইওনা গায়

রে বন্ধু লাগাইও না গায়

----------------------------

==donnobad==

Davantage de Monir Khan/Baby Naznin

Voir toutlogo

Vous Pourriez Aimer