menu-iconlogo
huatong
huatong
avatar

Amar Mon Ache

Monir Khanhuatong
nancycairyhuatong
Paroles
Enregistrements
প্লিজ!কেউ কপি করবেন না।

স্মুলের পরিবেশ সুন্দর রাখা

আপনার আমার একান্ত দ্বায়িত্ব।

শিল্পীঃ মনির খান বিরহের গান

আমার মন আছে,

মনের মানুষ নাই,

হারিয়ে গেল সে কোথায়,

তাকে একটি পলক,

ভুলে থাকা দায়...

কি করে সব ই ভুলে যাই

পাষান বন্ধুরে,...

কি করে তোমায় ভুলে যাই

আমার মন আছে,

মনের মানুষ নাই,

হারিয়ে গেল সে কোথায়।

প্লিজ!কেউ কপি করবেন না।

স্মুলের পরিবেশ সুন্দর রাখা

আপনার আমার একান্ত দ্বায়িত্ব।

যে কোন সাহায্যের জন্য এসএমএস

পাইনি কিছুই আমি,

যা কিছু চেয়েছি,

ভালবেসে বড় বেশি,কষ্ট পেয়েছি

পাইনি কিছুই আমি,

যা কিছু চেয়েছি,

ভালবেসে বড় বেশি,কষ্ট পেয়েছি

পাষান বন্ধুরে,

কি করে তোমায় ভুলে যাই

আমার মন আছে,

মনের মানুষ নাই,

হারিয়ে গেল সে কোথায়,

প্লিজ!কেউ কপি করবেন না।

স্মুলের পরিবেশ সুন্দর রাখা

আপনার আমার একান্ত দ্বায়িত্ব।

মন দিয়ে বারে বারে

মিছে শুধু হেরেছি,

বুঝিনি তো আজও আমি,

কি ভুল করেছি,

মন দিয়ে বারে বারে,

মিছে শুধু হেরেছি,

বুঝিনি তো আজও আমি,

কি ভুল করেছি,

পাষান বন্ধুরে,...

কি করে তোমায় ভুলে যাই ,

আমার মন আছে,

মনের মানুষ নাই,

হারিয়ে গেলো সে কোথায়,

তাকে একটি পলক,

ভুলে থাকা দায়

কি করে সবই ভুলে যাই

পাষান বন্ধুরে,...

কি করে তোমায় ভুলে যাই

আমার মন আছে,

মনের মানুষ নাই,

হারিয়ে গেল সে কোথায়।

Davantage de Monir Khan

Voir toutlogo

Vous Pourriez Aimer