menu-iconlogo
huatong
huatong
avatar

Vulini tomay ajo vulini ami

MR_RAFI_CMFhuatong
🦋⃟🖤MR~RAFI⟵꯭🦋⃟🇧🇩huatong
Paroles
Enregistrements

-----MR~RAFI-----CMF Family

>>>>>>>>>><<<<<<<<<<<

ভুলিনি তোমায় আজও ভুলিনি আমি

মনেরই মাঝে আজও আছো তুমি

ভুলিনি তোমায় আজও ভুলিনি আমি

মনেরই মাঝে আজও আছো তুমি

এ জীবনে পাওয়া উপহারের মাঝে

এ জীবনে পাওয়া উপহারের মাঝে

তুমি সবচেয়ে দামি।

ভুলিনি তোমায় আজও ভুলিনি আমি

মনেরই মাঝে আজও আছো তুমি

ভুলিনি তোমায় আজও ভুলিনি আমি

মনেরই মাঝে আজও আছো তুমি

-----MR~RAFI-----CMF Family

>>>>>>>>>><<<<<<<<<<<

হয়তো একদিন আসবে যেদিন

রাখবেনা মনে আমাকে

ভুলে যাবে পেছনের সবকিছু

ভালোবাসবে অন্য কাউকে

>>>>>>>><<<<<<<<<

হয়তো একদিন আসবে যেদিন

রাখবেনা মনে আমাকে..

ভুলে যাবে পেছনের সবকিছু

ভালোবাসবে অন্য কাউকে..

সময়ের ব্যাবধানে নিয়তির খেলায়

হেরে গেছি আজ আমি..

ভুলিনি তোমায় আজও ভুলিনি আমি

মনেরই মাঝে আজও আছো তুমি

ভুলিনি তোমায় আজও ভুলিনি আমি

মনেরই মাঝে আজও আছো তুমি

-----MR~RAFI-----CMF Family

>>>>>>>>>><<<<<<<<<<<

হো.আজও তোমার সেই স্মৃতি গুলো

আমাকে তাড়া করে বেড়ায়..

তোমার মুখের সেই মায়াবী হাঁসি

ক্ষনে ক্ষনে মনে পড়ে যায়..

>>>>>>>><<<<<<<<<

আজও তোমার সেই স্মৃতি গুলো

আমাকে তাড়া করে বেড়ায়

তোমার মুখের সেই মায়াবী হাঁসি

ক্ষনে ক্ষনে মনে পড়ে যায়

সময়ের ব্যাবধানে নিয়তির এ খেলায়

হেরে গেছি আজ আমি

ভুলিনি তোমায় আজও ভুলিনি আমি

মনেরই মাঝে আজও আছো তুমি

ভুলিনি তোমায় আজও ভুলিনি আমি

মনেরই মাঝে আজও আছো তুমি

এ জীবনে পাওয়া উপহারের মাঝে

এ জীবনে পাওয়া উপহারের মাঝে

তুমি সবচেয়ে দামি।

ভুলিনি তোমায় আজও ভুলিনি আমি

মনেরই মাঝে আজও আছো তুমি

ভুলিনি তোমায় আজও ভুলিনি আমি

মনেরই মাঝে আজও আছো তুমি

>>>>>>>>সমাপ্ত<<<<<<<<

Davantage de MR_RAFI_CMF

Voir toutlogo

Vous Pourriez Aimer