কথা ছিল দেখা হলে বিজনে
তোমার মনের কথা বলবে
তোমার মনের কথা বলবে
কথা ছিল দেখা হলে বিজনে
আমার মুখের পানে তোমার নয়ন দুটি
সন্ধ্যা তারার মত জ্বলবে
তোমার মনের কথা বলবে
মিউজিক মিউজিক
মৃদু সুরে ডেকে prio নাম
চুপি চুপি আমি সুধালাম
মৃদু সুরে ডেকে prio নাম
চুপি চুপি আমি সুধালাম
মোর আঁধার জীবন ও পথে
Prodip ধরে
তুমি কি আমার সাথে চলবে
তোমার মনের কথা বলবে
মিউজিক
কোন কথা বলনি সেদিন
নিরব রয়েছো নত নয়নে
নিরব রয়েছ নত নয়নে
ভালোবাসা যেখানে গভির....
থাকেনা কথার ঢেউ সেখানে
সেদিনেরো না বলা ভাষায়
বুঝেছি কি বলেছে আমায়
সেদিনেরো না বলা ভাষায়
বুঝেছি কি বলেছে আমায়
হাসিমুখে ব্যাথা সয়ে জানিগো তুমি
আমারই পথের কাঁটা দলবে
তোমার মনের কথা বলবে
কথা ছিল দেখা হলে বিজনে
তোমার মনের কথা বলবে
তোমার মনের কথা বলবে
সম্পাত