menu-iconlogo
huatong
huatong
avatar

সোনালি প্রান্তরে sonali prantore

Nachiketa Chakrabortyhuatong
donot4gethuatong
Paroles
Enregistrements
সোনালি প্রান্তরে,ভ্রমরার গুঞ্জরে,

সোনালি প্রান্তরে..ভ্রমরার গুঞ্জরে

দক্ষিনা পবনেতে অন্ধ আবেগে থাকে না মন ঘরে

সোনালি প্রান্তরে,ভ্রমরার গুঞ্জরে

সোনালি প্রান্তরে..ভ্রমরার গুঞ্জরে…

বারে বারে যেনো আসি

ফিরে এমন দেশে

উষ্ণ বালির বুকে সূর্য

যেথায় উঠেন হেসে

বারে বারে যেনো আসি

ফিরে এমন দেশে

উষ্ণ বালির বুকে সূর্য

যেথায় উঠেন হেসে

ভালোবাসার কতো আসা ছড়ানো এই বাতাসে

সপ্ন মাখা মেঘের নকসা ছড়ানো এই আকাশে

সপ্ন জড়ানো মন চেয়ে থাকে অনুক্ষন

এ কথা জানাই বারে বারে

সোনালি প্রান্তরে,ভ্রমরার গুঞ্জরে

সোনালি প্রান্তরে..ভ্রমরার গুঞ্জরে...

মন চাইলে গান শেষে একটা লাইক দিবেন

দয়া করে ডিসলাইক দিবেন না

আজ নতুন সাজে এল যে বৈশাখী এ রাত

হাতে তে যেনো থাকে

ও সুজন তোমারই হাত

ও..আজ নতুন সাজে এল যে বৈশাখী এ রাত

হাতে তে যেনো থাকে

ও সুজন তোমারই হাত

উষ্ণ মরূর শুকনো বুকে

আঁকে বাতাসে ছবি

দিবা রাত্রি যেনো কাব্ব্য

লিখে যায় কোন সে কবি

সপ্ন জড়ানো মন চেয়ে থাকে অনুক্ষন

এ কথা জানাই বারে বারে

সোনালি প্রান্তরে,ভ্রমরার গুঞ্জরে,

সোনালি প্রান্তরে..ভ্রমরার গুঞ্জরে…

দক্ষিনা পবনেতে অন্ধ আবেগে থাকে না মন ঘরে

সোনালি প্রান্তরে,ভ্রমরার গুঞ্জরে,

সোনালি প্রান্তরে,ভ্রমরার গুঞ্জরে…

ধন্যবাদ সবাকে

Davantage de Nachiketa Chakraborty

Voir toutlogo

Vous Pourriez Aimer