menu-iconlogo
huatong
huatong
avatar

Ore O Kishori

Nasirhuatong
nina121466huatong
Paroles
Enregistrements
ওরে ও কিশোরী বাজাবো বাঁশরী

আমরা সবাই বন্ধু গ্রুপ

ওরে ও কিশোরী, বাজাবো বাঁশরী...।

ওরে ও কিশোরী, বাজাবো বাঁশরী

একলা আইসো নদীর, কিনারায় কিনারায়

দেখবো তোমায়, চাঁদের জোচনায়

ও কিশোরী, দেখবো তোমায় চাঁদের জোচনায়

ওরে ও কিশোরী, বাজাবো বাঁশরী

একলা আইসো নদীর, কিনারায় কিনারায়

দেখবো তোমায়, চাঁদের জোচনায়

ও কিশোরী, দেখবো তোমায় চাঁদের জোচনায়

আমরা সবাই বন্ধু গ্রুপ

নদীর পানি চেয়ে থাকে তোমার ছায়া দেখে

নয়ন আমার অন্ধ হলো রুপোর আলো মেঘে.।

নদীর পানি চেয়ে থাকে তোমার ছায়া দেখে

নয়ন আমার অন্ধ হলো রুপের আলো মেঘে

মনের মাঝে প্রেমের নদী

মনের মাঝে প্রেমের নদী

উচ্ছলায় উচ্ছলায়

দেখবো তোমায়, চাঁদের জোচনায়

ও কিশোরী,দেখবো তোমায় চাঁদের জোচনায়.।

নিজুম রাতে চাঁদের আলো, ভিশন ভালো লাগে

তোমায় পেতে ইচ্ছে করে, প্রেমের অনুরাগে..।

গানের শেষে লাইক দিতে ভুলবেন না প্লিজ

নিজুম রাতে চাঁদের আলো, ভিশন ভালো লাগে

তোমায় পেতে ইচ্ছে করে, প্রেমের অনুরাগে

অভিশারে মিলবো সুখের

অভিশারে মিলবো সুখের

মোহনায় মোহনায়

দেখবো তোমায় চাঁদের জোচনায়

ও কিশোরী দেখবো তোমায় চাঁদের জোচনায়..।

ওরে ও কিশোরী, বাজাবো বাঁশরী

একলা আইসো নদীর কিনারায় কিনারায়

দেখবো তোমায় চাঁদের জোচনায়

ও কিশোরী, দেখবো তোমায় চাঁদের জোচনায়।

ওরে ও কিশোরী বাজাবো বাঁশরী

একলা আইসো নদীর কিনারায় কিনারায়

দেখবো তোমায়, চাঁদের জোচনায়

ও কিশোরী, দেখবো তোমায়, চাঁদের জোচনায়

ও কিশোরী, দেখবো তোমায়, চাঁদের জোচনায়

ও কিশোরী, দেখবো তোমায়, চাঁদের জোচনায়

ধন্যবাদ সবাইকে

Davantage de Nasir

Voir toutlogo

Vous Pourriez Aimer