menu-iconlogo
huatong
huatong
avatar

Ovinoy অভিনয়

Noble Manhuatong
motoantgahuatong
Paroles
Enregistrements

গানঃ অভিনয়

শিল্পীঃ নোবেল ম্যান

অভিনয়ের এইতো জীবন

অভিনয় যাচ্ছি করে

অশ্রু জলে হৃদয় ভাসে

হাসছি তবু সুখের ভিড়ে

কি আগুন জমছে বুকে

জানেনা কেউতো জানেনা

কি ব্যাথায় পুড়ছি প্রতিদিন

বোঝেনা কেউতো বোঝেনা

কি আগুন জমছে বুকে

জানেনা কেউতো জানেনা

কি ব্যাথায় পুড়ছি প্রতিদিন

বোঝেনা কেউতো বোঝেনা

অদৃশ্য দাবার চালে

পরাজিত আমার হৃদয়

তোবু চাইছি আমি তোমারি জয় যেন হয়

লিখে রাখা ভাবনা গুলো

খুঁজবেনা আর ঠিকানা

কি আগুন জমছে বুকে

জানেনা কেউতো জানেনা....

কি ব্যাথায় পুড়ছি প্রতিদিন

বোঝেনা কেউতো বোঝেনা....

কি আগুন জমছে বুকে

জানেনা কেউতো জানেনা

কি ব্যাথায় পুড়ছি প্রতিদিন

বোঝেনা কেউতো বোঝেনা

ভেবেছি ফিরবোনা আর

তোমাদেরই জলসাঘরে

যেখানে হৃদয় ভাঙ্গার প্রতিদিন গল্প পোড়ে

তোমার ভালো থাকার মাঝে

পথের কাঁটা হবোনা

কি আগুন জমছে বুকে

জানে না কেউতো জানে না

কি ব্যাথায় পুড়ছি প্রতিদিন

বোঝে না কেউতো বোঝে না

কি আগুন জমছে বুকে

জানেনা কেউতো জানেনা

কি ব্যাথায় পুড়ছি প্রতিদিন

বোঝেনা কেউতো বোঝেনা

ধন্যবাদ

সবাইকে

Davantage de Noble Man

Voir toutlogo

Vous Pourriez Aimer