menu-iconlogo
huatong
huatong
avatar

ALI SPECIAL SCHOOL POLATOK MEYE BY NOVA

NOVAhuatong
ALi_______🎹🎹huatong
Paroles
Enregistrements
school polatok meye

Band : Nova

Singer : Fazal

upload:ALi_______

রেশমী চূড়ি হাতে এলোমেলো চুল

স্কুল পলাতক মেয়ে করেছে ব্যাকুল

দুরু দুরু কাঁপে বুক যদি দেখে হায়

এভাবে কি তার সাথে প্রেম করা যায়

বুঝেও না বুঝে তুমি গেছো বহুদূর

ব্যথায় ভরা ম......ন

তুমি নাই, তুমি নাই, তুমি নাই বাসরী

কত ফাগুন যায় বলো কি করি

তুমি নাই, তুমি নাই, তুমি নাই বাসরী

কত ফাগুন যায় বলো কি করি

upload:ALi_______

রোদে জ্বলা শিউলী তলায় ও হায়

তোমারি পথ চেয়ে দিন কেটেছে

এই চোখ যত দূরে দৃষ্টি মেলায়

শুধু দুচোখ তোমাকে খুজেছে

রোদে জ্বলা শিউলী তলায় ও হায়

তোমারি পথ চেয়ে দিন কেটেছে

এই চোখ যত দূরে দৃষ্টি মেলায়

শুধু দুচোখ তোমাকে খুজেছে

বুঝেও না বুঝে তুমি গেছো বহুদূর

ব্যথায় ভরা মন

তুমি নাই, তুমি নাই, তুমি নাই বাসরী

কত ফাগুন যায় বলো কি করি

তুমি নাই, তুমি নাই, তুমি নাই বাসরী

কত ফাগুন যায় বলো কি করি

upload:ALi_______

রোজ তুমি স্কুল পলায়ে পলায়

হাত দুটি ধরে মোর খুচো দিয়ে বলতে

স্কুল ব্যাগ ছুড়ে ফেলে দিয়ে সুদূর

গীটার গীটারে ঝড় তুলতে

রোজ তুমি স্কুল পলায়ে পলায়

হাত দুটি ধরে মোর খুচো দিয়ে বলতে

স্কুল ব্যাগ ছুড়ে ফেলে দিয়ে সুদূর

গীটার গীটারে ঝড় তুলতে

বুঝেও না বুঝে তুমি গেছো বহুদূর

ব্যথায় ভরা মন

তুমি নাই, তুমি নাই, তুমি নাই বাসরী

কত ফাগুন যায় বলো কি করি

তুমি নাই, তুমি নাই, তুমি নাই বাসরী

কত ফাগুন যায় বলো কি করি

রেশমী চূড়ি হাতে এলোমেলো চুল

স্কুল পলাতক মেয়ে করেছে ব্যাকুল

দুরু দুরু কাঁপে বুক যদি দেখে হায়

এভাবে কি তার সাথে প্রেম করা যায়

বুঝেও না বুঝে তুমি গেছো বহুদূর

ব্যথায় ভরা মন

তুমি নাই, তুমি নাই, তুমি নাই বাসরী

কত ফাগুন যায় বলো কি করি

তুমি নাই, তুমি নাই, তুমি নাই বাসরী

কত ফাগুন যায় বলো কি করি

upload:ALi_______

স্কুল পলাতক মেয়ে……..

Davantage de NOVA

Voir toutlogo

Vous Pourriez Aimer

ALI SPECIAL SCHOOL POLATOK MEYE BY NOVA par NOVA - Paroles et Couvertures