menu-iconlogo
huatong
huatong
avatar

কাল সারারাত আমি তোমায় মনেে একেছি Kal Sararat Ami Tomay Mone Ekes

Obscurehuatong
Rownok_Rony🎶BD💜AMB🇧🇩huatong
Paroles
Enregistrements
সংগ্রহ Rownok Rony 114053

কাল সারা রাত আমি তোমায় মনে এঁকেছি।

কাল সারা রাত আমি তোমায় মনে এঁকেছি।

আর তুমি ছাড়া আমার জীবন

কাঁটবে ভেবে কাঁদেছি।

কাল সারা রাত আমি তোমায় মনে এঁকেছি।

সংগ্রহ Rownok Rony 114053

ব্যাথা দিয়ে ঢেকেছ আশা

দুখে সাজিয়েছ ভালবাসা।

ব্যাথা দিয়ে ঢেকেছ আশা

দুখে সাজিয়েছ ভালবাসা।

হৃদয় বীনার তার ছিড়েছ

দূরে সরে গিয়ে মোরে ভুলেছ।।

কাল সারা রাত আমি তোমায় মনে এঁকেছি

সংগ্রহ Rownok Rony 114053

শুরুতেই হয়েছে যা শেষ

রয়ে গেছে তবু তার রেশ।

শুরুতেই হয়েছে যা শেষ

রয়ে গেছে তবু তার রেশ।

মমতায় গড়েছিলে যে বাধন

কোন ভুলে ভেঙ্গে দিলে সে স্বপন।।

কাল সারা রাত আমি তোমায় মনে এঁকেছি।

কাল সারা রাত আমি তোমায় মনে এঁকেছি।

আর তুমি ছাড়া আমার জীবন

কাঁটবে ভেবে কাঁদেছি।

কাল সারা রাত আমি তোমায় মনে এঁকেছি।

সংগ্রহ Rownok Rony 114053

Davantage de Obscure

Voir toutlogo

Vous Pourriez Aimer

কাল সারারাত আমি তোমায় মনেে একেছি Kal Sararat Ami Tomay Mone Ekes par Obscure - Paroles et Couvertures