menu-iconlogo
logo

Andar Purir Manus Ami

logo
avatar
Pagol Hasanlogo
Ⲏᴇⲗⲧ𖢵ꓓⲉⲙⲟⲛlogo
Chanter dans l’Appli
Paroles
গানঃ পাপিষ্ঠ বান্দা

সুর ও কথাঃ পাগল হাসান

আন্ধাইর পুরির মানুষ আমি,,,

আন্ধাইর পুরির মানুষ আমি

আন্ধাইর ঘরের বাসিন্দা

ও আল্লাহ ও আল্লাহ

আমি এক

আমি এক পাপিষ্ট বান্দা

ও আল্লাহ ও আল্লাহ

আমি এক

আমি এক পাপিষ্ট বান্দা

রুহুটারে কব্জা কইরা,

আজরাইলে নিব ধইরা,,

রুহুটারে কব্জা কইরা,

আজরাইলে নিব ধইরা,,

শূন্য কায়া রইবে পইড়া

শূন্য কায়া রইবে পইরা

কে শুনবে কার কান্দা গো

ও আল্লাহ ও আল্লাহ

আমি এক

আমি এক পাপিষ্ট বান্দা

ও আল্লাহ ও আল্লাহ

আমি এক

আমি এক পাপিষ্ট বান্দা।

ও,,আন্ধার ঘরের রাস্তা সোজা,

ঘারে লইয়া পারের বোঝা,,

আন্ধার ঘরের রাস্তা সোজা,

ঘারে লইয়া পারের বোঝা

আল্লাহ রাসূল মুর্শিদ ভজা

আল্লাহ রসুল মর্শিদ ভজা

পাগল মনের ধান্দা গো

ও আল্লাহ ও আল্লাহ

আমি এক

আমি এক পাপিষ্ট বান্দা

ও আল্লাহ ও আল্লাহ

আমি এক

আমি এক পাপিষ্ট বান্দা।

ও,,তোমার লীলা তোমার খেলা

বোঝেনা মোর মন পাগেলা,,,

তোমার লীলা তোমার খেলা

বোঝেনা মোর মন পাগেলা

পাগোল হাসানের যায় ভেলা

পাগোল হাসানের যায় ভেলা

সইয়া লোকের নিন্দা গো,,

ও আল্লাহ ও আল্লাহ

আমি এক

আমি এক পাপিষ্ট বান্দা

ও আল্লাহ ও আল্লাহ

আমি এক

আমি এক পাপিষ্ট বান্দা

আন্ধাইর পুরের মানুষ আমি,,,

ওরে আন্ধাইর পুরির মানুষ আমি

আন্ধাইর ঘরের বাসিন্দা

ও আল্লাহ ও আল্লাহ

আমি এক

আমি এক পাপিষ্ট বান্দা

ও আল্লাহ ও আল্লাহ

আমি এক

আমি এক পাপিষ্ট বান্দা।

Andar Purir Manus Ami par Pagol Hasan - Paroles et Couvertures