menu-iconlogo
logo

Matir Pinjiray

logo
Paroles
সুয়াইয়া ফুলের বিছানায়

করবো বাতাস তোমার গায়

আওরে বন্ধু মাটির পিঞ্জিরায়

সুয়াইয়া ফুলের বিছানায়

করবো বাতাস তোমার গায়

সুয়াইয়া ফুলের বিছানায়

করবো বাতাস তোমার গায়

আওরে বন্ধু মাটির পিঞ্জিরায়

ও তুমি আওরে বন্ধু মাটির পিঞ্জিরায়

সুয়াইয়া ফুলের বিছানায়

করবো বাতাস তোমার গায়

সুয়াইয়া ফুলের বিছানায়

করবো বাতাস তোমার গায়

আওরে বন্ধু মাটির পিঞ্জিরায়

ও তুমি আওরে বন্ধু মাটির পিঞ্জিরায়

ও বন্ধু রে আমি কি আর আমার আছি

কবেই তোমার হোয়ে গেছি

মরি বাচি তোর চরণ ছায়ায়।

ও বন্ধু রে আমি কি আর আমার আছি

কবেই তোমার হোয়ে গেছি

মরি বাচি তোর চরণ ছায়ায়।

ভিন্ন যদি বাসবা তুমি, কুলবিনাসা বানাইবা

ভিন্ন যদি বাসবা তুমি, কুলবিনাসা বানাইবা

আওরে বন্ধু মাটির পিঞ্জিরায়

ও তুমি আওরে বন্ধু মাটির পিঞ্জিরায়

ও বন্ধু রে, কপোলেতে টিকা দিয়া

প্রেম সাগরে নাও ভাসায়া

তুমি হীনা দরদী কেউ নাই

ও বন্ধু রে, কপোলেতে টিকা দিয়া

প্রেম সাগরে নাও ভাসায়া

তুমি হীনা দরদী কেউ নাই

পাগল হাসান ভাইসা রইলো চন্দ্রহিনা জোছনায়

পাগল হাসান ভাইসা রইলো চন্দ্রহিনা জোছনায়

আওরে বন্ধু মাটির পিঞ্জিরায়

ও তুমি আওরে বন্ধু মাটির পিঞ্জিরায়

সুয়াইয়া ফুলের বিছানায়

করবো বাতাস তোমার গায়

আওরে বন্ধু মাটির পিঞ্জিরায়

ও তুমি আওরে বন্ধু মাটির পিঞ্জিরায়

সুয়াইয়া ফুলের বিছানায়

করবো বাতাস তোমার গায়

সুয়াইয়া ফুলের বিছানায়

করবো বাতাস তোমার গায়

আওরে বন্ধু মাটির পিঞ্জিরায়

ও তুমি আওরে বন্ধু মাটির পিঞ্জিরায়

আওরে বন্ধু মাটির পিঞ্জিরায়

Matir Pinjiray par Pagol Hasan - Paroles et Couvertures