menu-iconlogo
huatong
huatong
partha-barua--cover-image

মন শুধু মন ছুঁয়েছে

Partha Baruahuatong
pills_starhuatong
Paroles
Enregistrements
মন শুধু মন ছুঁয়েছে.....

singer: Partha Barua

মন শুধু মন ছুঁয়েছে

ও সে তো মুখ খুলেনি

সুর শুধু সুর তুলেছে

ভাষা তো দেয় নি

মন শুধু মন ছুঁয়েছে

ও সে তো মুখ খুলেনি

সুর শুধু সুর তুলেছে

ভাষা তো দেয় নি

মন শুধু মন ছুঁয়েছে

চোখেরও দৃষ্টি যেন....

মনেরও গীতি কবিতা....

বুকেরও ভালোবাসা....

যেথায় রয়েছে গাঁথা.....

চোখেরও দৃষ্টি যেন......

মনেরও গীতি কবিতা.....

বুকেরও ভালোবাসা.....

যেথায় রয়েছে গাঁথা....

আমিতো সেই কবিতা পড়েছি

মনে মনে সুর দিয়েছি

কেউ জানে নি

মন শুধু মন ছুঁয়েছে

যখনই তোমার চোখে.....

আমার মুখ খানি দেখি.....

স্বপ্ন কুসুম থেকে......

হৃদয়ে সুরভি মাখি......

যখনই তোমার চোখে.....

আমার মুখ খানি দেখি......

স্বপ্ন কুসুম থেকে.....

হৃদয়ে সুরভি মাখি.....

তুমি কি সেই সুরভি পেয়েছো

স্বপনের দ্বার খুলেছো

কিছু জানিনি

মন শুধু মন ছুঁয়েছে

ও সে তো মুখ খুলেনি

সুর শুধু সুর তুলেছে

ভাষা তো দেয় নি

মন শুধু মন ছুঁয়েছে

Thanks

Davantage de Partha Barua

Voir toutlogo

Vous Pourriez Aimer