menu-iconlogo
huatong
huatong
avatar

Ratri Clear HQ

potahuatong
Ᏽ𝐨𝔲𝐫🅰𝐁🎼🎸🎀🆂🆂🅺🅻🎀🎸🎼huatong
Paroles
Enregistrements
Vocal : Abhijit Barman (Pota)

Album Name : Sada Kalo

Band Name : Marudyan

Track Created By - Gourab🎙🎵SSKL🎵🎙 (Owner of Room ID 616245)

Track Requested By - Akash (RUPAMIZED SSKL)

হঠাৎ যখন সন্ধ্যা নেমে আসে,

আকাশ পানে চাঁদ মুচকি হাসে।

আঁধার যখন গভীর হতে চায়,

সময় যখন এমনি বয়ে যায়।

নিজের ঘরে নিভিয়ে বাতি,

রাত্রি আমি থাকবো তোমার সাথী।

নিজের ঘরে নিভিয়ে বাতি,

রাত্রি আমি থাকবো তোমার সাথী।

সকাল আবার আসবে জানি কাল,

পুবের আকাশ পরবে সিঁদুর লাল।

সেই আকাশে নেই রে কিন্তু চাঁদ,

সেই আকাশে নেই রে মায়ার ফাঁদ।

দিনকে যখন সবাই ভালোবাসে,

রাত্রি আমি থাকবো তোমার পাশে..

নিজের ঘরে নিভিয়ে বাতি,

রাত্রি আমি থাকবো তোমার সাথী।

=======music=======

রাত্রি বেলা স্বপ্ন দেখি আমি,

রাত্রিবেলা আঁধার জলে নামি।

রাত্রি বেলা বাহির পানে চাই,

রাত্রিবেলা তেপান্তরে যাই।

রাত্রিবেলা মরমে বাজে গান,

রাত্রিবেলা রক্তে আসে বাণ।

রাত্রি তুমি মন-চাষীদের খামার,

রাত্রি তুমি আমার, শুধু আমার।

দিনকে যখন সবাই ভালোবাসে,

রাত্রি আমি থাকবো তোমার পাশে..

নিজের ঘরে নিভিয়ে বাতি,

রাত্রি আমি থাকবো তোমার সাথী।

Davantage de pota

Voir toutlogo

Vous Pourriez Aimer