🎶🎶music,Chorus,prelude🎶🎶
শোনরে সময় বলছে, সময় এলো সৃষ্টির
আজকে আকাশ জ্বলছে, কাল সে হবে বৃষ্টি
এই মাটির বুকেও প্রেম আছে
কষ্ট জানি বুঝবে
এই মাটির বুকেও প্রেম আছে
কষ্ট জানি বুঝবে
তোমার ভালোবাসা জিতবে
আমার ভালোবাসা জিতবে
🎶🎶🎶Interlude🎶🎶🎶
আশা মনে জাগে আশা,
আজ তোমার ছোঁয়াতে
স্বপ্ন এ সবুজ স্বপ্ন, দেখি ভালোবাসাতে
আশা মনে জাগে আশা,
আজ তোমার ছোঁয়াতে
স্বপ্ন এ সবুজ স্বপ্ন, দেখি ভালোবাসাতে
ওই নদীর মনেও প্রেম আছে
স্বপ্ন সে তো বুঝবে
ওই নদীর মনেও প্রেম আছে
স্বপ্ন সে তো বুঝবে
তোমার ভালোবাসা জিতবে
আমার ভালোবাসা জিতবে
🎶🎶🎶Interlude🎶🎶🎶
রোদ্দুর সোনালী রোদ্দুর,
খেলবে সোনার ফসলে
খুশি জীবনের খুশি, দেবো তোমার আঁচলে
রোদ্দুর সোনালী রোদ্দুর,
খেলবে সোনার ফসলে
খুশি জীবনের খুশি, দেবো তোমার আঁচলে
ওই আকাশ মনেও প্রেম আছে
স্বপ্ন সেও বুঝবে
ওই আকাশ মনেও প্রেম আছে
স্বপ্ন সেও বুঝবে
তোমার ভালোবাসা জিতবে
আমার ভালোবাসা জিতবে..
হো .......চলরে(×12)
🙏🙏Thanks from prashanta🙏🙏