menu-iconlogo
huatong
huatong
pritom-hasandebosrie-antara--cover-image

লাগে উরা ধুরা

Pritom Hasan/Debosrie Antarahuatong
mrryfrgsnhuatong
Paroles
Enregistrements
স-জ-নী সজনী তোমারে দেখিয়া…

মাতাল হইয়া রাতের ঘুম গেল উড়িয়া

সোহাগ চাঁদ বদনী ঘুঙ্গুর পায়ে দিয়া…

নাচো ও সখি তোমারে দেখি পরাণ ভরিয়া…

আগুন দেও লাগাইয়া মনের ঠিকানা…

মামলা হইলে পরে দেইখা নিবো থানা

রইলে তোমার কাছে মন লাগে ফুরফুরা

দেখো তোমার…জন্য পাগল জুয়ান থেকে বুড়া

ও শাখা গো…

প্রেমে মোর দিওনা ধরা

ধরা দিলে তোমার মন ভাঙ্গা হবে গুড়া গুড়া

তুমি কোন শহরের মাইয়া গো লাগে উরাধুরা

তুমি কোন শহরের মাইয়া গো লাগে উরাধুরা

তোমারে যে দেখলে পরে

তোমারে যে দেখলে পরে

বুড়া মাথা ঘুরায় গো…

লাগে উরা-ধুরা…

লা - গে উরা-ধুরা ঢেউ খেলানো চুলে…

লা - গে উরা-ধুরা ঝুমকা কানের দুলে…

লা - গে আউলা ঝাওলা রূপ দেইখা তোমার-ই

তুমি চাইলে তোমায় কিনে দিমু

লাল ফেরারি গাড়ি

রা-তে স্বপ্নে তোমায় ধরতে যাই জরাইয়া

ভা-ঙ্গে ঘুম সকালে দিগ্বি-বিদিক হারাইয়া…

রইলে তোমার কাছে মন লাগে ফুরফুরা

দেখো তোমার… জন্য পাগল জুয়ান থেকে বুড়া

ও শাখা গো…

প্রেমে মোর দিওনা ধরা

ধরা দিলে তোমার মন ভাইঙ্গা হবে গুড়া গুড়া

তুমি কোন শহরের মাইয়া গো লাগে উরাধুরা

তুমি কোন শহরের মাইয়া গো লাগে উরাধুরা

তোমারে যে দেখলে পরে

তোমারে যে দেখলে পরে

বুড়া মাথা ঘুরাই গো লাগে উরাধুরা

তুমি কোন শহরের মাইয়া গো…

লাগে উরাধুরা

লাগে উরাধুরা

তুমি কোন শহরের মাইয়া গো…

লাগে উরাধুরা

Davantage de Pritom Hasan/Debosrie Antara

Voir toutlogo

Vous Pourriez Aimer