যদি প্রভুপাদ না হইত তবে কি হইত এ জীবন বহিত কীসে ?
নিতাই-গৌরের অপার করুণা কে দিত সকল দেশে।
যদি প্রভুপাদ না হইত তবে কি হইত এ জীবন বহিত কীসে ?
পাশ্চাত্যর যত পাপি দুরাচারী শূন্য বাদি মায়াবাদী
তাদের উদ্ধার করিবারে মন হেন কোন দয়ানিধী
যদি প্রভুপাদ না হইত তবে কি হইত এ জীবন বহিত কীসে ?
তাদের নিকটে কোন জন আসি বিলাইত হরিনাম
সভ্যজীব রুপে গড়িতে তাদের কে হইত আগুয়ান
যদি প্রভুপাদ না হইত তবে কি হইত এ জীবন বহিত কীসে ?
দেশে দেশে হরি বিগ্রহসেবা আরতি রাত্রি-দিনে
রথযাত্রা আদি মহোৎসব সব শিখাইত কোন জনে
যদি প্রভুপাদ না হইত তবে কি হইত এ জীবন বহিত কীসে ?
গিতা ভাগবত চৈতন্য চরিত প্রেমামৃত রসসার
কতনা সুন্দর সরল করিয়া কে বুঝাইত আর
যদি প্রভুপাদ না হইত তবে কি হইত এ জীবন বহিত কীসে ?
কত কষ্ট সহি প্রিত মনে রহি কে বা দিত হরিনাম
কে দিত মোদের পুরী বৃন্দাবন মায়াপুর মতো ধাম
যদি প্রভুপাদ না হইত তবে কি হইত এ জীবন বহিত কীসে ?
পরম মঙ্গল শ্রীচৈতন্য মহাপ্রভু শিক্ষাধন
আচারে প্রচারে সদা আমাদেরকে কির্তন নিয়োজন
যদি প্রভুপাদ না হইত তবে কি হইত এ জীবন বহিত কীসে ?
প্রেম কল্পতরু নিতাই-গৌরের কৃপা কনা লহিবারে
নিরাভদি জয়পতাকা হৃদয় তোমার স্মরণ করে
যদি প্রভুপাদ না হইত তবে কি হইত এ জীবন বহিত কীসে ?