menu-iconlogo
huatong
huatong
avatar

Dulavai Dulavai

Promit/Reshmahuatong
≛⃝🕊❤️𝄞🅼🅾🆉🅸🅱☆⃝🅩🅜🅛....huatong
Paroles
Enregistrements
[F]দুলা ভাই দুলা ভাই

ও আমার দুলা ভাই

দুলা ভাই দুলা ভাই

ও আমার দুলা ভাই

চলনা ছিনেমা দেখিতে আজি যাই

ছিনেমার নাম কি তোমাকে চাই দুলা ভাই,

ছিনেমার নাম কি তোমাকে চাই

[M]না না যাবো না,

তুই সালি ভালো না

না না যাবো না,

তুই সালি ভালো না

ছিনেমা দেখার আগে তোর কাছে কথা চাই

আমি যা বলবো তুই শুনবি তাই কথা চাই

আমি যা বলবো তুই শুনবি তাই

[F]যতো কথা বলবে তুমি বলো আমি শুনবো

তবু ও তোমার সাথে ছিনেমায় যাবো

তবু ও তোমার সাথে ছিনেমায় যাবো

যতো কথা বলবে তুমি বলো আমি শুনবো

তবু ও তোমার সাথে ছিনেমায় যাবো

তবু ও তোমার সাথে ছিনেমায় যাবো

যা চাও আমার কাছে দেবো তাই দুলা ভাই

ছিনেমার নাম কি তোমাকে চাই দুলা ভাই,

ছিনেমার নাম কি তোমাকে চাই

[M]বাবা মায়ের কথা মত চলবি বল চলবি

ইস্কুলে লেখা পড়া ঠিক মত করবি

ইস্কুলে লেখা পড়া ঠিক মত করবি

বাবা মায়ের কথা মত চলবি বল চলবি

ইস্কুলে লেখা পড়া ঠিক মত করবি

ইস্কুলে লেখা পড়া ঠিক মত করবি

তবেই যা চাবি দেব তাই,দেব তাই

আমি যা বলবো তুই শুনবি তাই কথা চাই

আমি যা বলবো তুই শুনবি তাই

[F]বাবা মায়ের পরে শুধু তুমি আমার আপন

তুমি ছাড়া করবে কে আমাকে শাসন

তুমি ছাড়া করবে কে আমাকে শাসন

বাবা মায়ের পরে শুধু তুমি আমার আপন

তুমি ছাড়া করবে কে আমাকে শাসন

তুমি ছাড়া করবে কে আমাকে শাসন

তুমি যে আমার বড় ভাই,দুলা ভাই

ছিনেমার নাম কি তোমাকে চাই দুলা ভাই

ছিনেমার নাম কি তোমাকে চাই

দুলা ভাই দুলা ভাই

ও আমার দুলা ভাই

দুলা ভাই দুলা ভাই

ও আমার দুলা ভাই

চলনা ছিনেমা দেখিতে আজি যাই

ছিনেমার নাম কি তোমাকে চাই দুলা ভাই,

ছিনেমার নাম কি তোমাকে চাই

[M]না না যাবো না,

তুই সালি ভালো না

না না যাবো না,

তুই সালি ভালো না

ছিনেমা দেখার আগে তোর কাছে কথা চাই

আমি যা বলবো তুই শুনবি তাই কথা চাই

আমি যা বলবো তুই শুনবি তাই

Davantage de Promit/Reshma

Voir toutlogo

Vous Pourriez Aimer