প্লিজ!কেউ কপি করবেন না।
স্মুলের পরিবেশ সুন্দর রাখা
আপনার আমার একান্ত দ্বায়িত্ব।
S M SABUJ
RJ AKASH
১ মেয়ে ২ ছেলে
তুমি কি যাদু জানো,
কেবলি কাছে টানো
তোমাকে দেখলে পরে..
যায় না চোখ সরানো
FLW S M SABUJ
ও তুমি কি যাদু জানো,কেবলি কাছে টানো
তোমাকে দেখলে পরে..যায় না চোখ সরানো
করলে পাগল..দিনে দিনে
বাঁচবো না তো..তোমায় বিনে
হা,, তুমি কি যাদু জানো,কেবলি কাছে টানো
তোমাকে দেখলে পরে,যায় না চোখঁ সরানো
করলে পাগল..দিনে দিনে
বাঁচবো না তো..তোমায় বিনে
FOLLOW ME FOR MORE
HD MUSIC
S M SABUJ
RJ AKASH
মন পাখিটা তোমার কাছে যায়রে উড়ে
আর কে আছে তুমি ছাড়া অন্তর জুড়ে
FLW RJ AKASH
মন পাখিটা তোমার কাছে যায়রে উড়ে
আর কে আছে তুমি ছাড়া অন্তর জুড়ে
দূরে দূরে থাকা হলো এখন যে দায়
চুপি চুপি হৃদয় যেন তোমাকে চায়
এক সত্যি দুই সত্যি আছো প্রাঁণে
মনের মানুষ নাওনা চিনে
ও ও করলে পাগল দিনে দিনে
বাঁচবো না তো,তোমায় বিনে
তুমি কি যাদু জানো আহ,কেবলি কাছে টানো
তোমাকে দেকলে পরে,যায়না চোখঁ সরানো
করলে পাগল, দিনে দিনে
বাঁচবো না তো..তোমায় বিনে,হা...
প্লিজ!কেউ কপি করবেন না।
স্মুলের পরিবেশ সুন্দর রাখা
আপনার আমার একান্ত দ্বায়িত্ব।
S M SABUJ
এই পৃথিবীর মাঝে শুধু একটা চাওয়া
এক জীবনের ভালবাসায় তোমায় পাওয়া
FLW S M SABUJ
এই পৃথিবীর মাঝে শুধু একটা চাওয়া
এক জীবনের ভালবাসায় তোমায় পাওয়া
কথা দিলে কথা তুমি রাখবে আমার
তুমি ছিলে তুমি আছো থাকবে আমার
এক সত্যি দুই সত্যি আছো প্রাঁণে
মোনের মানুষ নাও"না চিনে
ও ও করলে পাগল,দিনে দিনে
বাঁচবো না তো,তোমায় বিনে
তুমি কি যাদু জানো,কেবলি কাছেঁ টানো
তোমাকে দেকলে পরে,যায়না চোখঁ সরানো
করলে পাগল....দিনে দিনে
বাঁচবো না তো... তোমায় বিনে.....
প্লিজ লাইক না দিয়ে জবেননা
ধন্যবাদ