menu-iconlogo
huatong
huatong
avatar

HD শুধু তোমায় ঘিরে - ইমরান খান।

RA RASELhuatong
rhetannarogershuatong
Paroles
Enregistrements
একটু অপেক্ষা করুন

রা রেএএএ.....

রা রা রি রা রা রা রি রা

রা রা রি রা রা রা রি রা

শুধু তোমায় ঘিরে,

শুধু তোমায় ঘিরে,

সিঁদুর রাঙা মেঘ করেছে দূরে...

শুধু তোমার ছায়া মেঘের উপর

ঢেউ খেলে রোদ্দুরে।

শুধু তোমায় ঘিরে,

শুধু তোমায় ঘিরে,

সিঁদুর রাঙা মেঘ করেছে দূরে...

শুধু তোমার ছায়া মেঘের উপর

ঢেউ খেলে রোদ্দুরে।

অভিমানের আড়ি কেটে,

কোথায় তুমি যাচ্ছ হেঁটে

হৃদয়ের চিরকুটে,

তুমি খুব ডানপিটে।

আমি তোমার মান ভাঙাবো,

ভালোবাসার চোখ রাঙাবো,

মিষ্টি কোনো গান শোনাবো

গলার নরম স্বরে....

শুধু তোমায় ঘিরে..

শুধু তোমায় ঘিরে,

সিঁদুর রাঙা মেঘ করেছে দূরে

শুধু তোমার ছায়া মেঘের উপর

ঢেউ খেলে রোদ্দুরে।

আনমনে আলতো করে

হাত ছোঁয়াবো মুখে,

তোমার চোখে জল গড়াবে

একটুখানি সুখে।

আনমনে আলতো করে

হাত ছোঁয়াবো মুখে,

তোমার চোখে জল গড়াবে

একটুখানি সুখে।

অভিমানের আড়ি কেটে,

কোথায় তুমি যাচ্ছ হেঁটে

হৃদয়ের চিরকুটে,

তুমি খুব ডানপিটে।

আমি তোমার মান ভাঙাবো,

ভালোবাসার চোখ রাঙাবো,

মিষ্টি কোনো গান শোনাবো

গলার নরম স্বরে।

শুধু তোমায় ঘিরে,

শুধু তোমায় ঘিরে,

সিঁদুর রাঙা মেঘ করেছে দূরে

শুধু তোমার ছায়া মেঘের উপর

ঢেউ খেলে রোদ্দুরে।

রা রে... রা রে.....

আলগোছে আঁকড়ে ধরি

মুখ লুকানো হাসি,

তোমার বুকে আছড়ে পড়ি

আমি অহর্নিশি।

আলগোছে আঁকড়ে ধরি

মুখ লুকানো হাসি,

তোমার বুকে আছড়ে পড়ি

আমি অহর্নিশি।

অভিমানের আড়ি কেটে,

কোথায় তুমি যাচ্ছ হেঁটে

হৃদয়ের চিরকুটে

তুমি খুব ডানপিটে।

আমি তোমার মান ভাঙ্গাবো,

ভালোবাসার চোখ রাঙ্গাবো,

মিষ্টি কোনো গান শোনাবো

গলার নরম স্বরে।

শুধু তোমায় ঘিরে,

শুধু তোমায় ঘিরে,

সিঁদুর রাঙা মেঘ করেছে দূরে

শুধু তোমার ছায়া মেঘের উপর

ঢেউ খেলে রোদ্দুরে।

Thank You

Davantage de RA RASEL

Voir toutlogo

Vous Pourriez Aimer