menu-iconlogo
huatong
huatong
avatar

Moyna ajo bujhina valobasa ki

Rafayelhuatong
Rafayel-Trackhuatong
Paroles
Enregistrements
গানঃ ময়না আজও বুঝিনা ভালবাসা কি?

--রাফায়েল--

ময়না আজও বুঝিনা ভালবাসা কি?

ময়না আজও বুঝিনা ভালবাসা কি?

তবু তোমায় ছাড়া প্রানে বাঁচিনা

ময়না তোর লাগিয়া পরান কান্দে

কান্দেরে দু‘নয়ন কান্দে হিয়া

ময়না তোর লাগিয়া পরান কান্দে

কান্দেরে দু‘নয়ন কান্দে হিয়া

ময়না আজও বুঝিনা ভালবাসা কি?

-রাফায়েল-

তোর লাগিয়া স্বপ্ন মালা গাঁথি

তোর লাগিয়া প্রেমের পূজা করি

তোর লাগিয়া মাতাল অনুভবে

ঘুরে ফিরি মনের চার দেয়ালে

ময়না তবু বুজিনা ভালবাসা কি?

ময়না তবু বুজিনা ভালবাসা কি?

তবু তোমায় ছাড়া প্রানে বাঁচিনা

ময়না তোর লাগিয়া পরান কান্দে

কান্দেরে দু‘নয়ন কান্দে হিয়া

ময়না তোর লাগিয়া পরান কান্দে

কান্দেরে দু‘নয়ন কান্দে হিয়া

ময়না আজও বুঝিনা ভালবাসা কি?

-রাফায়েল-

তোর লাগিয়া ছন্নছাড়া আমি

তোর লাগিয়া প্রেমের জুয়ায় মাতি

তোর লাগিয়া ফিরে ফিরে আসি

যেখানেই যাই যত দুরে থাকি

ময়না আজও বুঝিনা ভালবাসা কি?

ময়না আজও বুঝিনা ভালবাসা কি?

তবু তোমায় ছাড়া প্রানে বাঁচিনা

ময়না তোর লাগিয়া পরান কান্দে

কান্দেরে দু‘নয়ন কান্দে হিয়া

ময়না তোর লাগিয়া পরান কান্দে

কান্দেরে দু‘নয়ন কান্দে হিয়া

ময়না আজও বুঝিনা ভালবাসা কি?

Thanks

Davantage de Rafayel

Voir toutlogo

Vous Pourriez Aimer