menu-iconlogo
huatong
huatong
raghab-chatterjee-tomar-moner-nagaal-cover-image

Tomar Moner Nagaal

Raghab Chatterjeehuatong
munnusinghuatong
Paroles
Enregistrements
তোমার মনের নাগাল আমি

পাইনি আজও খুঁজে

লক্ষ ঝিনুক মিললো তবু

মুক্তো পেলাম না যে

তোমার মনের নাগাল আমি

পাইনি আজও খুঁজে

লক্ষ ঝিনুক মিললো তবু

মুক্তো পেলাম না যে

চোখের ভাষায় কী ছল ছিল

গহন মেঘনা কাজলকালো

চোখের ভাষায় কী ছল ছিল

গহন মেঘনা কাজলকালো

মিথ্যে আশার প্রদীপ জ্বালিয়ে

মিথ্যে আশার প্রদীপ জ্বালিয়ে

মিছেই পুড়েছি নিজে

তোমার মনের নাগাল আমি

পাইনি আজও খুঁজে

লক্ষ ঝিনুক মিললো তবু

মুক্তো পেলাম না যে

মায়াবী সেই রাতে মায়াবিনী হয়ে

দিয়েছিলে ধরা আমার হৃদয়ে

মায়াবী সেই রাতে মায়াবিনী হয়ে

দিয়েছিলে ধরা আমার হৃদয়ে

বুঝিনি আলেয়া, চিনিনি তখন

বুঝিনি আলেয়া, চিনিনি তখন

মরুতে মরীচিকা সে

তোমার মনের নাগাল আমি

পাইনি আজও খুঁজে

লক্ষ ঝিনুক মিললো তবু

মুক্তো পেলাম না যে

তোমার মনের নাগাল আমি

পাইনি আজও খুঁজে

Davantage de Raghab Chatterjee

Voir toutlogo

Vous Pourriez Aimer