menu-iconlogo
huatong
huatong
avatar

Tumi Nei Bole

Raghab Chatterjeehuatong
nubio1huatong
Paroles
Enregistrements
তুমি নেই বলে

আজ চাঁদ আসেনি আকাশে

নেই কোনো তারা

তুমি নেই বলে

আজ ফুল ফোটেনি বাগানে

ঝরে গেছে পাতা

তুমি নেই বলে

আজ চাঁদ আসেনি আকাশে

নেই কোনো তারা

কারা যেন কানে কানে বলে গেল

তুমি আজ আর আসবে না

পাহাড়ের কোলে, সাগরের তীরে

খুঁজো না তাকে, পাবে না

অবুঝ এ মন তবু তোমায়

খুঁজে বেড়ায় এলোমেলো চোখে

তুমি নেই বলে

আজ চাঁদ আসেনি আকাশে

নেই কোনো তারা

তুমি নেই বলে

আজ ফুল ফোটেনি বাগানে

ঝরে গেছে পাতা

ঝরে যায় ফুল, ঝরে দু′নয়ন

ঝড় উঠেছে মনে

ঝরে না নয়ন, থেমে যায় ঝড়

তুমি এলে জীবনে

ওঠে তারা, আসে যে চাঁদ

ফিরে আবার মনের এ আকাশে

তুমি নেই বলে

আজ চাঁদ আসেনি আকাশে

নেই কোনো তারা

তুমি নেই বলে

আজ ফুল ফোটেনি বাগানে

ঝরে গেছে পাতা

তুমি নেই বলে

আজ চাঁদ আসেনি আকাশে

নেই কোনো তারা

Davantage de Raghab Chatterjee

Voir toutlogo

Vous Pourriez Aimer