menu-iconlogo
huatong
huatong
rahul-dutta-radha-cover-image

Radha

Rahul Duttahuatong
mundohispanonwshuatong
Paroles
Enregistrements
গানঃ রাধা তুমি সবেতেই আছো

শিল্পীঃ রাহুল দত্ত

CFS

রাধা তুমি সবেতেই আছো

শুধু ভাগ্যে নেই আমার,

শ্যামের বাঁশি রাতের কালোয়

তাই হলো উজাড়

রাধা তুমি সবেতেই আছো

শুধু ভাগ্যে নেই আমার,

শ্যামের বাঁশি রাতের কালোয়

তাই হলো উজাড়

আমি অকারণে তোমার খোঁজে

জ্বলে পুড়ে যাই,

ভালোবাসার ব্যাকরণে,

কারণের নেই ঠাঁই

কালোর মনের সুরে কলঙ্কিনী

বিনোদিনী রাই,

প্রেমের স্রোতে একলা ভেসে

এবার তবে যাই

কালোর মনের সুরে কলঙ্কিনী

বিনোদিনী রাই

প্রেমের স্রোতে একলা ভেসে

এবার তবে যাই

রাধা তুমি সবেতেই আছো

শুধু ভাগ্যে নেই আমার,

শ্যামের বাঁশি রাতের কালোয়

তাই হলো উজাড়

Music

CFS

আমার মতো কে আর সুখী

বলো সবার চেয়ে,

হলাম তোমার মনের রাজা

তোমাকেই না পেয়ে

আমার মত কে আর সুখী

বলো সবার চেয়ে

হলাম তোমার মনের রাজা

তোমাকেই না পেয়ে

হয়তো অনেক সুখেই আছো

তুমি আয়ান ঘরে..

প্রতি রাতে খোঁজে কানু

তোমায় বাঁশির সুরে

কালোর মনের সুরে কলঙ্কিনী

বিনোদিনী রাই,

প্রেমের স্রোতে একলা ভেসে

এবার তবে যাই

কালোর মনের সুরে কলঙ্কিনী

বিনোদিনী রাই

প্রেমের স্রোতে একলা ভেসে,

এবার তবে যাই

রাধা তুমি সবেতেই আছো

শুধু ভাগ্যে নেই আমার,

শ্যামের বাঁশি রাতের কালোয়

তাই হলো উজাড়

সমাপ্ত

ধন্যবাদ সবাইকে

Davantage de Rahul Dutta

Voir toutlogo

Vous Pourriez Aimer