menu-iconlogo
huatong
huatong
avatar

সেই বাসর ও নেই বাসুরি নেই

Ram patrahuatong
༄᭄𝙍𝙖𝙢.𝙋𝙖𝙩𝙧𝙖huatong
Paroles
Enregistrements
সেই বাসরও নেই, বাসুরি নেই

ভোর যে হয়ে গেল

সেই বাসরও নেই, বাসুরি নেই

ভোর যে হয়ে গেল

পাকনা মেলার লগ্ন এলো

পাখি কোয়ে গেল

সেই বাসরও নেই, বাসুরি নেই

ভোর যে হয়ে গেল

≈ আপলোড≈≈রাম পাত্র≈

«≈» রিকোয়েস্ট নির্মল দত্ত«≈»

আঁখি দুটি তাকিয়ে দেখে-

শূন্য যে সেই সজ্জা

হায়রে অঙ্গভরে বাজে এখন লজ্জা

আহা যেতে যেতে ভাবে চরণ-

কি যে রয়ে গেল

সেই বাসরও নেই, বাসুরি নেই

ভোর যে হয়ে গেল

≈ আপলোড≈≈রাম পাত্র≈

«≈» রিকোয়েস্ট নির্মল দত্ত«≈»

তোর নাম ধরে ডাকিনি আর-

সেই সে বাঁশির রাগিনী

তোরে কি ঘুমে পেয়েছে বল-

ওরে হতভাগিনী

তোর নাম ধরে ডাকিনি আর-

সেই সে বাঁশির রাগিনী

তোরে কি ঘুমে পেয়েছে বল-

ওরে হতভাগিনী

স্বপনে দেখিস যারে পারলি না তো জানতে

সে যে ওই দাঁড়িয়ে আছে-তোর-বাতায়ন প্রান্তে

সে যে মলে মলে নয়নে তার

আবেগ লয়ে গেল

সেই বাসরও নেই, বাসুরি নেই

ভোর যে হয়ে গেল

পাকনা মেলার লগ্ন এলো

পাখি কোয়ে গেল

সেই বাসরও নেই, বাসুরি নেই

ভোর যে হয়ে গেল

≈ আপলোড≈≈রাম পাত্র≈

«≈» রিকোয়েস্ট নির্মল দত্ত«≈»

Davantage de Ram patra

Voir toutlogo

Vous Pourriez Aimer

সেই বাসর ও নেই বাসুরি নেই par Ram patra - Paroles et Couvertures